মঙ্গলবার
২রা ডিসেম্বর, ২০২৫
১৭ই অগ্রহায়ণ, ১৪৩২

আমরা জনতার পক্ষে সত্য বলি

শিক্ষাপ্রতিষ্ঠানে জবরদস্তি চাপানো ঠিক নয়: নজরুল ইসলাম

Fresh News রিপোর্ট
আগস্ট ৮, ২০২৫
৭:৫৭ পূর্বাহ্ণ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, রাজনৈতিক মতভেদ ব্যক্তিগত বিষয় হলেও কোনো দলের প্রভাব শিক্ষাপ্রতিষ্ঠানের ওপর এমনভাবে চাপানো উচিত নয় যাতে মনে হয় প্রতিষ্ঠানটি দখল হয়ে গেছে। কৌশলে বা বাস্তবে, যেকোনো ধরনের জবরদস্তির বিরোধী বিএনপি।

বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর মহাখালীর গাউসুল আজম কমপ্লেক্সে বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীনের নেতাদের সঙ্গে লিঁয়াজো কমিটির সভা শেষে তিনি এসব কথা বলেন। নজরুল ইসলাম খান জানান, রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে বিএনপি নিশ্চিত করবে যাতে কোনো প্রতিষ্ঠান কারো দখলে না থাকে এবং শিক্ষার্থীরা স্বাধীনভাবে তাদের ইচ্ছামতো শিক্ষাচর্চা করতে পারে।

সভায় জমিয়াতুল মোদার্রেছীনের সভাপতি ও দৈনিক ইনকিলাব সম্পাদক এ এম এম বাহাউদ্দীনের সঙ্গে বিএনপির নজরুল ইসলাম খান ও সালাহ উদ্দিন আহমদ বৈঠক করেন। এ সময় নজরুল ইসলাম মাদরাসা শিক্ষক-কর্মচারীদের ভূমিকার প্রশংসা করেন এবং দ্বীনি শিক্ষার প্রসারে তাদের অবদানের কথা উল্লেখ করেন।

এ এম এম বাহাউদ্দীন বলেন, সহিহ ইসলামের পক্ষে যারা থাকবেন, তাদের পাশে দেশের আলেম-ওলামা, দরবার, লাখো ছাত্র-ছাত্রী, অভিভাবক এবং কোটি কোটি ভোটার থাকবে। সভায় স্বাগত বক্তব্য রাখেন জমিয়াতুল মোদার্রেছীনের মহাসচিব অধ্যক্ষ মাওলানা শাব্বীর আহমদ মোমতাজী এবং সংগঠনের কেন্দ্রীয় ও বিভিন্ন জেলার নেতারা উপস্থিত ছিলেন।