মঙ্গলবার
২রা ডিসেম্বর, ২০২৫
১৭ই অগ্রহায়ণ, ১৪৩২

আমরা জনতার পক্ষে সত্য বলি

স্বাস্থ্যখাত সংস্কারের দাবিতে বরিশালে পঞ্চম দিনের মতো ব্লকেড

Fresh News রিপোর্ট
আগস্ট ১২, ২০২৫
৫:৫৫ অপরাহ্ণ

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালসহ স্বাস্থ্যখাতের সংস্কারের তিন দফা দাবিতে পঞ্চম দিনের মতো বরিশাল ব্লকেড কর্মসূচি চলছে, যা ১৫ দিনে গড়াল।

মঙ্গলবার বেলা ১২টার দিকে নগরীর নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করেন আন্দোলনকারীরা। একই সময়ে কয়েকটি স্কুলের শিক্ষার্থী সদর রোড অবরোধ করে। এদিকে শেবাচিম হাসপাতালে অনশনে থাকা দুই শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছেন।

দীর্ঘদিন ধরে চলা এ আন্দোলনে বরিশাল নগরীর স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। যানজট, গাড়ির সংকট ও ভোগান্তিতে সাধারণ মানুষও দ্রুত সমাধানের আহ্বান জানাচ্ছেন। আন্দোলনকারী সিফাত জানান, স্বাস্থ্যখাত সংস্কারের দাবিতে দীর্ঘদিন আন্দোলন করলেও কর্তৃপক্ষ কোনো আলোচনায় বসেনি। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।

আন্দোলনকারী মেহেদী হাসান বলেন, সরকার আমাদের সঙ্গে কথা না বলে ভুল করছে। স্বাস্থ্য উপদেষ্টাকে বরিশালে এসে দাবি মেনে নিতে হবে, নইলে আন্দোলন থামানো সম্ভব নয়। শিক্ষার্থী সাব্বির হোসেন জানান, অনশনে থাকা দুইজন গুরুতর অসুস্থ, দাবি না মানলে আন্দোলন আরও তীব্র হবে।

আন্দোলনে সংহতি জানিয়ে সদর রোড স্কুলের শিক্ষার্থীরাও সড়ক অবরোধ করে। বিকেল ৪টায় আন্দোলনকারীরা সংবাদ সম্মেলন করবেন বলে জানিয়েছেন। এর আগে, রোববার হাসপাতাল নিয়ে সংবাদ সম্মেলনে শেবাচিম হাসপাতালের পরিচালক মশিউর মুনির সংস্কারের জন্য তিন মাস সময় চেয়েছিলেন।