মঙ্গলবার
২রা ডিসেম্বর, ২০২৫
১৭ই অগ্রহায়ণ, ১৪৩২

আমরা জনতার পক্ষে সত্য বলি

ন্যায়সঙ্গত চুক্তি চান ট্রাম্প, ১৫৫ শতাংশ শুল্ক আরোপের হুমকি

Fresh News রিপোর্ট
অক্টোবর ২১, ২০২৫
৯:৫৪ পূর্বাহ্ণ

দ্বিপাক্ষিক বাণিজ্যে ভারসাম্য আনতে চীনের সঙ্গে ‘ন্যায়সঙ্গত’ চুক্তি করতে চান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীন যদি এতে রাজি না হয়, তবে দেশটির রপ্তানি পণ্যের ওপর ১৫৫ শতাংশ শুল্ক আরোপ করা হতে পারে বলে সতর্ক করেছেন তিনি।

সোমবার (২০ অক্টোবর) ওয়াশিংটনে হোয়াইট হাউসে অস্ট্রেলিয়ার প্রেসিডেন্ট অ্যান্থনি অ্যালবানিজের সঙ্গে বৈঠকের আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প এ মন্তব্য করেন। তিনি বলেন, “আমরা চীনের সঙ্গে একটি ন্যায্য বাণিজ্যিক চুক্তি করতে চাই। আশা করি প্রেসিডেন্ট শি জিনপিং এতে সহযোগিতা করবেন। চুক্তি হলে সেটা হবে অসাধারণ এক মুহূর্ত।”

ট্রাম্প আরও বলেন, “যদি চীন ন্যায্য চুক্তিতে রাজি না হয়, তাহলে তাদের পণ্যের ওপর ১৫৫ শতাংশ শুল্ক আরোপ করা হবে। হয় তারা সমঝোতায় আসবে, নয়তো উচ্চ শুল্ক দিতে বাধ্য হবে। বিশ্বের অনেক দেশ যুক্তরাষ্ট্রের কাছ থেকে অন্যায্যভাবে লাভ নিচ্ছে – এটা বন্ধ করতে হবে।”

২০২৫ সালের ২০ জানুয়ারি ক্ষমতা গ্রহণের পর থেকেই ট্রাম্প যুক্তরাষ্ট্র-চীন বাণিজ্যে ভারসাম্য আনাকে অন্যতম অগ্রাধিকার হিসেবে উল্লেখ করে আসছেন। গত আগস্টে তিনি চীনের পণ্যের ওপর শুল্ক ৩০ শতাংশ থেকে বাড়িয়ে ১৪৫ শতাংশ করেন। পাল্টা পদক্ষেপ হিসেবে চীনও মার্কিন পণ্যের ওপর শুল্ক ১০ শতাংশ থেকে বাড়িয়ে ১২৫ শতাংশ করে। পরে উভয় দেশই ৯০ দিনের জন্য এই বর্ধিত শুল্ক স্থগিত করে, যার মেয়াদ নভেম্বর মাসে শেষ হবে।

আগামী ৩১ অক্টোবর দক্ষিণ কোরিয়ার সিউলে শুরু হচ্ছে এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন (এপেক) সম্মেলন। সেখানে ট্রাম্প ও শি জিনপিংয়ের মধ্যে একটি দ্বিপাক্ষিক বৈঠক হতে পারে বলে মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন।