মঙ্গলবার
২রা ডিসেম্বর, ২০২৫
১৭ই অগ্রহায়ণ, ১৪৩২

আমরা জনতার পক্ষে সত্য বলি

ঘরোয়া ক্রিকেটে স্বাস্থ্যসেবা জোরদারে উদ্যোগ নিচ্ছে বিসিবি

Fresh News রিপোর্ট
অক্টোবর ২৮, ২০২৫
৮:৩৬ অপরাহ্ণ

জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) চলমান ২৭তম আসরে একাধিক খেলোয়াড় অসুস্থ হওয়ার পাশাপাশি বরিশাল বিভাগের ফিজিও হাসান আহমেদের আকস্মিক মৃত্যু ঘরোয়া ক্রিকেটে স্বাস্থ্যসেবার ঘাটতি নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে। বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দেশের ক্রিকেটে স্বাস্থ্যসেবাকে আরও শক্তিশালী করতে ইতোমধ্যেই উদ্যোগ নিয়েছে সংস্থাটি।

ঢাকার বাইরে অনেক ভেন্যুতে পর্যাপ্ত চিকিৎসা সুবিধা না থাকায় বিসিবি চিন্তিত। এ বিষয়ে বোর্ড সভাপতির কাছে লিখিতভাবে প্রস্তাব দিয়েছেন কোয়াব সভাপতি মোহাম্মদ মিঠুন। বিসিবির মেডিকেল বিভাগের চেয়ারম্যান ডা. মঞ্জুরুল আলম চট্টগ্রাম থেকে বলেন, “ঢাকার বাইরে আমাদের পর্যাপ্ত জনবল নেই। তবে আমরা নতুন করে পরিকল্পনা করছি। যেসব স্থানে ঘরোয়া ক্রিকেট হয়, সেসব জায়গায় চিকিৎসা সুবিধা নিশ্চিত করতে চাই।”

তিনি আরও বলেন, “প্রতিটি ম্যাচ চলাকালে অ্যাম্বুলেন্স ও চিকিৎসক উপস্থিত থাকেন। কিন্তু ঢাকার বাইরের অনেক এলাকায় মানসম্মত হাসপাতাল সুবিধা পাওয়া যায় না। আমরা সেটি নিশ্চিত করার চেষ্টা করছি। স্বাস্থ্যসেবাকে অগ্রাধিকার দিয়েই কাজ শুরু করতে চাই।”

খেলার ভেন্যু অনুমোদনের আগে চিকিৎসা সুবিধা নিশ্চিত করা হবে বলে জানান তিনি। “আমরা পরিকল্পনা অনুযায়ী কাজ এগোচ্ছি। যেখানে খেলা আয়োজন করা হবে, সেখানে আগে চিকিৎসা সেবা ও জরুরি সহায়তার ব্যবস্থা নিশ্চিত করা হবে। স্বাস্থ্য সবার আগে, এটি নিশ্চিত করাই আমাদের লক্ষ্য,” বলেন মঞ্জুরুল আলম।

তিনি আরও জানান, এই সুবিধা শুধু ক্রিকেটারদের জন্য নয়, সাপোর্ট স্টাফ, কোচিং সংশ্লিষ্ট ব্যক্তি এবং সাংবাদিকরাও সমানভাবে উপকৃত হবেন। “আপনারা সাংবাদিকরাও আমাদের অংশ। তাই সবার জন্যই এই সেবা কার্যকর থাকবে,” বলেন বিসিবির মেডিকেল বিভাগের চেয়ারম্যান।