কুইন্টন ডি কক আবারও ব্যাট হাতে ঝলক দেখালেও পাকিস্তানের তিন স্পিনারের ঘূর্ণিতে ভরাডুবি ঘটল দক্ষিণ আফ্রিকার। বিশেষ করে আবরার আহমেদের জাদুকরী স্পিনে তৃতীয় ওয়ানডেতে ১৪৩ রানে গুটিয়ে যায় সফরকারীরা, ফলে সিরিজও হাতছাড়া হয় তাদের।
ফয়সালাবাদের ধীরগতির উইকেটে শুরুটা দারুণ ছিল দক্ষিণ আফ্রিকার। ওপেনিং জুটিতে লুয়ান-দ্রে প্রিটোরিয়াস ও ডি কক তোলেন ৭২ রান। কিন্তু একবার ভাঙনের সূচনা হতেই ধস নামে। সালমান আগা প্রথমে প্রিটোরিয়াসকে (৩৯) ফিরিয়ে দেন, এরপর নওয়াজের বলে ৫৩ রানে থামেন ডি কক। দলের ১০৬ রানের পরের ৩৭ রানের ব্যবধানে পড়ে যায় শেষ ৮ উইকেট।
আবরার আহমেদ ১০ ওভারে ২৭ রান দিয়ে ৪ উইকেট তুলে নেন। নওয়াজ, সালমান আগা ও শাহীন শাহ আফ্রিদি নেন দুটি করে উইকেট।
১৪৪ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই আঘাত পায় পাকিস্তান। ইনিংসের দ্বিতীয় বলেই নান্দ্রে বার্গারের বলে ফখর জামান শূন্য হাতে ফেরেন। তবে তরুণ সাইম আইয়ুবের সাবলীল ব্যাটিংয়ে জয়ের পথে আর কোনো বাধা পড়েনি।
সাইম ৭০ বলে ৭৭ রানের ইনিংসে ১১টি চার ও একটি ছয় মারেন। বাবর আজম ২৭ রান করে আউট হলেও, রিজওয়ান ৩২* ও সালমান আগা ৫* রান নিয়ে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন।
২৬তম ওভারের প্রথম বলেই ৩ উইকেটে ১৪৪ রান তুলে ১৪৯ বল হাতে রেখে পাকিস্তান ম্যাচ জেতে এবং ২-১ ব্যবধানে সিরিজ ট্রফি নিজেদের করে নেয়। ঘরের মাঠে এটি প্রোটিয়াদের বিপক্ষে তাদের প্রথম ওয়ানডে সিরিজ জয়।









