মঙ্গলবার
২রা ডিসেম্বর, ২০২৫
১৭ই অগ্রহায়ণ, ১৪৩২

আমরা জনতার পক্ষে সত্য বলি

সাংবাদিক নির্যাতনের প্রতিটি ঘটনার বিচার হবে: জামায়াত নেতা ড. মাসুদ

Fresh News রিপোর্ট
নভেম্বর ২৪, ২০২৫
১০:১৩ অপরাহ্ণ

সাংবাদিক নির্যাতনের প্রতিটি ঘটনার ন্যায়বিচার নিশ্চিত করা হবে— ক্ষমতায় গেলে এমন অঙ্গীকার করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ।

ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের (বিজিএস) উদ্যোগে সোমবার (২৪ নভেম্বর) দিনব্যাপী বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ‘গণমাধ্যম সংস্কার প্রতিবেদন পর্যালোচনা’ শীর্ষক সেমিনারে অংশ নিয়ে তিনি এ প্রতিশ্রুতি দেন।

তিনি বলেন, গণমাধ্যমকে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ বলা হলেও অতীতের কোনো সরকারই গণমাধ্যমের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করেনি। সাংবাদিকদের কণ্ঠরোধে আইসিটি আইনকে ব্যবহার করা হয়েছে, মামলা–হামলা দিয়ে নির্যাতন চালানো হয়েছে। রাষ্ট্রীয় মদদে সাগর–রুনিকে হত্যা করা হলেও আজও সেই ঘটনার তদন্ত আদালতে জমা পড়েনি বলে মন্তব্য করেন তিনি।

জামায়াত ক্ষমতায় গেলে সাংবাদিকদের ওপর হওয়া সব নির্যাতনের বিচার, গণমাধ্যমের স্বাধীনতা, সাংবাদিকদের অধিকার ও সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি তাদের জীবনমান উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে জানান ড. মাসুদ।

তিনি উপস্থিত সাংবাদিকদের উদ্দেশে বলেন, সত্য ও ন্যায়ের পক্ষে অবিচল থাকতে হবে— সাদা যেন সাদা আর কালো যেন কালো বলার সাহস সবসময় বজায় রাখতে হবে।