বাংলাদেশ বার কাউন্সিলের বর্তমান এডহক কমিটিকে অস্বচ্ছ, দায়িত্বজ্ঞানহীন ও অদক্ষ হিসেবে আখ্যায়িত করে কমিটি বাতিল এবং বার কাউন্সিলের নির্বাচন আয়োজনের দাবি জানিয়েছে ন্যাশনাল ল’ইয়ার্স অ্যালায়েন্স (এনএলএ)।
দলটির কেন্দ্রীয় সদস্য অ্যাডভোকেট নাজমুস সাকিবের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বর্তমান এডহক কমিটির বিধান বার কাউন্সিল আদেশ বা বিধিতে নেই। রিভিউ আবেদনের ভিত্তিতে ১ হাজার ৯১৪ জনকে উত্তীর্ণ করে পরে আবার সেই ফল বাতিল করা—এসব সিদ্ধান্ত পরীক্ষার্থীদের জীবনকে অনিশ্চয়তার দিকে ঠেলে দিয়েছে। এতে কমিটির দায়িত্বহীনতা ও অস্বচ্ছতা স্পষ্ট হয়েছে বলে মন্তব্য করা হয় বিবৃতিতে।
এনএলএ বলছে, এমন ব্যর্থ একটি কমিটির হাতে বার কাউন্সিলের মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান থাকতে পারে না। তাই অবিলম্বে এডহক কমিটি বাতিলের পাশাপাশি তাদের অধীনে কোনো পরীক্ষা বা নির্বাচন না করার দাবি জানানো হয়।
সংগঠনটি সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি, চট্টগ্রাম বারসহ দেশের সব আইনজীবী সমিতির এডহক কমিটিও বাতিল করে দ্রুত নির্বাচন আয়োজনের মাধ্যমে বার ও বার কাউন্সিলকে গণতান্ত্রিক কাঠামোয় ফিরিয়ে দেওয়ার আহ্বান জানায়।









