সাম্প্রতিক ভূমিকম্পে দেশের বিভিন্ন অঞ্চলে স্কুল, কলেজ, মাদরাসা, কারিগরি প্রতিষ্ঠান ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যে ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা পাওয়া যাচ্ছে, সেই তথ্য জরুরি ভিত্তিতে সংগ্রহের নির্দেশ দিয়েছে সরকার।
রোববার শিক্ষা প্রকৌশল অধিদপ্তর মাধ্যমিক, উচ্চ শিক্ষা ও কারিগরি–মাদরাসা শিক্ষা বিভাগের অধীন শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ক্ষতির তালিকা চেয়ে জেলা পর্যায়ের নির্বাহী প্রকৌশলীদের কাছে চিঠি পাঠায়। প্রধান প্রকৌশলী (রুটিন দায়িত্ব) মো. তারেক আনোয়ার জাহেদীর স্বাক্ষর করা ওই চিঠিতে প্রতিটি ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানের বিস্তারিত তথ্য ও একাধিক ছবি যুক্ত করে তাৎক্ষণিক প্রতিবেদন পাঠানোর নির্দেশ দেওয়া হয়।
অন্যদিকে, সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর কাঠামোগত ক্ষতির খোঁজে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরও মাঠপর্যায়ে জরুরি নির্দেশনা জারি করেছে। পরিকল্পনা ও উন্নয়ন শাখার পরিচালক মিরাজুল ইসলাম উকিল স্বাক্ষরিত চিঠিতে বিভাগীয় উপপরিচালকদের আগামী ২৭ নভেম্বরের মধ্যে সকল তথ্য পাঠাতে বলা হয়েছে।
ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রতিবেদনে বিভিন্ন জেলার সরকারি প্রাথমিক বিদ্যালয় ক্ষতিগ্রস্ত হওয়ার বিষয়টি উঠে আসার পরই এ উদ্যোগ নেওয়া হয়।
গত শুক্রবার ও শনিবার চার দফা ভূমিকম্প অনুভূত হওয়ার পর নিরাপত্তার কারণে রোববার কিছু শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাস বন্ধ রাখা হয়েছিল। যদিও সোমবার থেকে অধিকাংশ প্রতিষ্ঠানে স্বাভাবিক শিক্ষাক্রম চালু হয়েছে। তবে ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট ক্লাস-পরীক্ষা স্থগিত করে শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দিয়েছে।









