মঙ্গলবার
২রা ডিসেম্বর, ২০২৫
১৭ই অগ্রহায়ণ, ১৪৩২

আমরা জনতার পক্ষে সত্য বলি

লটারিতে এসপি বদলি ভালো পদ্ধতি নয়: নজরুল ইসলাম

Fresh News রিপোর্ট
নভেম্বর ২৫, ২০২৫
৯:৪৫ অপরাহ্ণ

পুলিশ সুপারদের লটারির মাধ্যমে বদলি একটি রাজনৈতিক দলের দাবি উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, এই পদ্ধতি ব্যবহারিকভাবে ভালো ফল নাও দিতে পারে। যোগ্যতা বিবেচনা না করে লটারির মাধ্যমে দায়িত্ব বণ্টন সঠিক সিদ্ধান্ত নয় বলেও মন্তব্য করেন তিনি।

মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা জানান নজরুল ইসলাম খান। বৈঠকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, চেয়ারপার্সনের উপদেষ্টা ইসমাইল জবিউল্লা এবং নির্বাচন কমিশনের সাবেক ভারপ্রাপ্ত সচিব ড. মোহাম্মদ জকরিয়া উপস্থিত ছিলেন।

নজরুল ইসলাম খান বলেন, লটারিতে এসপি বদলি মূলত একটি রাজনৈতিক দলের প্রস্তাব। তবে তার ব্যক্তিগত মত হলো—এই পদ্ধতি কার্যকর নয়। কারণ প্রত্যেক কর্মকর্তার বিশেষ যোগ্যতা ও অভিজ্ঞতা থাকে। লটারির মতো পদ্ধতিতে দায়িত্ব নির্ধারণ করলে তা কাঙ্ক্ষিত ফল নাও দিতে পারে। সাংবাদিকদের মাঝেও যোগ্যতার ভিত্তিতে দায়িত্ব বণ্টন হয়—সে উদাহরণ টেনে তিনি নির্বাচন কমিশনকে বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনার অনুরোধ জানান।

বৈঠকে গণভোট নিয়েও আলোচনা হয়। এ বিষয়ে তিনি বলেন, গণভোট কোনো নতুন বিষয় নয়। আইন ইতোমধ্যে পাস হওয়ায় নির্বাচনের সঙ্গে গণভোট অনুষ্ঠিত হওয়া নিয়ে কোনো নতুন বিতর্কের সুযোগ নেই।