মঙ্গলবার
২রা ডিসেম্বর, ২০২৫
১৭ই অগ্রহায়ণ, ১৪৩২

আমরা জনতার পক্ষে সত্য বলি

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মির্জা মোস্তফা জামানের উদ্যোগে দোয়া মাহফিল

Fresh News রিপোর্ট
নভেম্বর ২৮, ২০২৫
৯:০০ অপরাহ্ণ

বিএনপি কেন্দ্রীয় কমিটির কর্মসূচীর অংশ হিসেবে সিরাজগঞ্জ জেলা বিএনপির পক্ষ থেকে সাবেক প্রধানমন্ত্রী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় সিরাজগঞ্জে এক বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সাধারণ সম্পাদক পদপ্রার্থী সিরাজগঞ্জ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামানের উদ্যোগে এই মাহফিলের আয়োজন করা হয়।

শুক্রবার (২৮ নভেম্বর) বাদ জুমা সিরাজগঞ্জ শহরের বি.এল স্কুল রোডস্থ জামে মসজিদে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। স্থানীয় বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ছাড়াও বিপুল সংখ্যক সাধারণ মুসল্লিরা এতে অংশ নেন।

দোয়া মাহফিল পরিচালনা করেন অত্র মসজিদের খতিব প্রেস ঈমাম মাওলানা মোঃ রেজাউল ক‌রিম। দোয়া শেষে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক সুস্থতা, দীর্ঘায়ু ও বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের সাফল্য কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। একইসঙ্গে, দেশের শান্তি, সমৃদ্ধি এবং ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে ১৬ বছর গণতান্ত্রিক আন্দোলনে যে সমস্ত ভাইয়েরা শহীদ হয়েছেন ও জুলাই গণঅভ্যুত্থানে যাহারা আহত ও জীবন দান করে দেশকে ফ্যাসিবাদ মুক্ত করে শহীদ হয়েছেন তাদের এবং তাদের পরিবার ও জনগণের জন্য সার্বিক কল্যাণ কামনা করেও দোয়া করা হয়।

দোয়া মাহফিল শেষে মির্জা মোস্তফা জামান বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশের তিনবারের প্রধানমন্ত্রী। তিনি আজও এই দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য নিরলস সংগ্রাম করে যাচ্ছেন। আমরা আজ মহান আল্লাহর দরবারে তার দ্রুত সুস্থতা, দীর্ঘায়ু এবং তার রাজনৈতিক জীবনের সাফল্যের জন্য বিশেষ দোয়া করেছি।

মির্জা মোস্তফা জামানের এই ব্যক্তিগত উদ্যোগে আয়োজিত দোয়া মাহফিলে স্থানীয় নেতাকর্মী ও মুসল্লিদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।