রাজধানীর সাতটি সরকারি কলেজের শিক্ষার্থীরা ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’র অধ্যাদেশ দ্রুত জারির দাবিতে বুধবার সকাল থেকে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন।
সকাল ১০টার পর থেকে শিক্ষার্থীরা ঢাকা কলেজের প্রধান ফটকে জড়ো হতে শুরু করেন। পরে বেলা ১১টায় কলেজের মূল ফটক থেকে একটি মিছিল বের হয়, যা সায়েন্সল্যাব মোড় হয়ে নীলক্ষেত হয়ে ইডেন কলেজের সামনে অবস্থান নেয়। সেখান থেকে আবার নীলক্ষেত ঘুরে ঢাকা কলেজে ফিরে এসে সংবাদ সম্মেলনের মাধ্যমে কর্মসূচি শেষ করার কথা জানানো হয়।
আন্দোলনকারীরা জানান, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি নামে রাষ্ট্রীয় কার্যক্রম শুরু হলেও অধ্যাদেশ এখনো জারি না হওয়ায় তারা ক্ষুব্ধ। তারা মনে করেন, দীর্ঘদিন ধরে ‘অধিভুক্ত’ শব্দটি ব্যবহার করায় শিক্ষার্থীদের আত্মপরিচয়হীনতার মধ্যে পড়তে হয়েছে এবং তা ছিল এক ধরনের বৈষম্যমূলক অভিজ্ঞতা।
আন্দোলনের আয়োজকরা জানান, কয়েকদিন ধরেই এ কর্মসূচির প্রস্তুতি চলছিল। ক্যাম্পাসে পোস্টারিং, ব্যানার ও প্রচারণার মাধ্যমে দাবি জানানো হচ্ছিল। আন্দোলনের ফোকাল পারসন আব্দুর রহমান জানান, শিক্ষা সিন্ডিকেটের কোনো ষড়যন্ত্র শিক্ষার্থীরা মানবে না। তারা সরকারের কাছে অধ্যাদেশ দ্রুত জারির আহ্বান জানান।
শিক্ষার্থীরা শঙ্কা প্রকাশ করে বলেন, অধ্যাদেশ বাস্তবায়নে পাঁচ ধাপের দীর্ঘ প্রক্রিয়া রয়েছে— যা ইউজিসির খসড়া তৈরি থেকে শুরু করে রাষ্ট্রপতির অনুমোদন পর্যন্ত সময়সাপেক্ষ। এতে আইন ও শিক্ষা মন্ত্রণালয়ে সময়ক্ষেপণের আশঙ্কা করছেন তারা।
উল্লেখ্য, চলতি বছরের ২৬ মার্চ সরকার রাজধানীর সাতটি সরকারি কলেজকে পৃথক করে একটি নতুন বিশ্ববিদ্যালয় গঠনের ঘোষণা দেয়। প্রস্তাবিত নাম ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’। কলেজগুলো হলো: ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, মিরপুর বাংলা কলেজ ও সরকারি তিতুমীর কলেজ।









