বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, পরিবেশের অজুহাতে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণ বন্ধ রাখার সুযোগ নেই এবং প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে অবিলম্বে নির্মাণ কাজ শুরুর ব্যবস্থা নিতে হবে।
রবিবার বেলা ১১টায় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের স্থায়ী ক্যাম্পাস নির্মাণের দাবিতে সড়ক অবরোধ কর্মসূচিতে সংহতি জানিয়ে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।
তিনি বলেন, রবীন্দ্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা এই এলাকার মানুষের প্রাণের দাবি ছিল এবং আগের সরকার থেকেই এর জন্য চেষ্টা চলছিল। প্রতিষ্ঠার পর সকল মন্ত্রণালয়ের অনুমোদনের ভিত্তিতে স্থায়ী ক্যাম্পাসের জন্য নির্ধারিত জায়গা ঠিক করা হয়েছিল, কিন্তু ফ্যাসিবাদী সরকারের সময়ে তা বাস্তবায়িত হয়নি।
মাওলানা রফিকুল ইসলাম জানান, অন্তর্বর্তীকালীন সরকারের কাছেও নির্ধারিত জায়গায় দ্রুত ক্যাম্পাস নির্মাণের অনুরোধ জানানো হয়েছে এবং সরকারের পক্ষ থেকে আশ্বাসও দেওয়া হয়েছিল। তবে দুই দিন আগে ভাইস চ্যান্সেলর জানিয়েছেন, পরিবেশ মন্ত্রণালয় চলনবিলের সঙ্গে সম্পৃক্ত করে বাধা সৃষ্টি করেছে।
তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের স্থানের সঙ্গে চলনবিলের কোনো সম্পৃক্ততা নেই এবং শাহজাদপুর ও উল্লাপাড়া উপজেলার সঙ্গেও এর অফিসিয়ালি কোনো সম্পর্ক নেই।









