ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ১৩০ কোটি টাকার কোকেনসহ গায়ানার নাগরিক কারেন পিটুলা স্টাফলিকে আটক করেছে শুল্ক গোয়েন্দা। সোমবার রাত আড়াইটার দিকে কাতারের দোহা থেকে ঢাকায় পৌঁছালে তাকে গ্রিন চ্যানেল অতিক্রমের সময় আটক করা হয়।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের উপ-পরিচালক সেলিনা আক্তার জানান, পূর্বতথ্যের ভিত্তিতে নজরদারি বাড়ানো হয়েছিল। নারী যাত্রী অন অ্যারাইভাল ভিসায় বাংলাদেশে প্রবেশ করে গ্রিন চ্যানেল অতিক্রমের সময় আটক হন। তল্লাশির সময় প্লাস্টিকের তিনটি বাক্স থেকে ২২টি ডিম্বাকৃতির ফয়েল মোড়ানো প্যাকেট পাওয়া যায়, যার ভেতরে ছিল কোকেন।
কোকেনের ওজন ৮ দশমিক ৬ কেজি, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১৩০ কোটি টাকা। ইনভেন্টরি ও প্রাথমিক পরীক্ষার সময় বিমানবন্দর থানার দুইজন এসআইসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্য উপস্থিত ছিলেন।
শুল্ক গোয়েন্দা কর্মকর্তা সেলিনা আক্তার জানিয়েছেন, আটক যাত্রী ও জব্দকৃত কোকেনের বিষয়ে ফৌজদারি মামলা ও কাস্টমস অ্যাক্টের আওতায় বিভাগীয় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।









