ঢাকা স্টক এক্সচেঞ্জে তথ্য ও প্রযুক্তি খাতের একটি কোম্পানি ঘোষিত লভ্যাংশ বণ্টন শেষে ‘জেড’ ক্যাটাগরি থেকে ‘বি’ শ্রেণিতে উন্নীত হয়েছে। জেনেক্স ইনফোসিস পিএলসি ২০২৩-২৪ অর্থবছরের ৩ শতাংশ নগদ লভ্যাংশ বণ্টন সম্পন্ন করেছে, যার ফলে আজ থেকে তাদের ‘বি’ ক্যাটাগরিতে অন্তর্ভুক্তি দেওয়া হয়েছে।
অন্যদিকে, বস্ত্র খাতের নর্দান ইসলামী ইন্স্যুরেন্স পিএলসি নির্ধারিত সময়ে ১০ শতাংশ লভ্যাংশ বণ্টন করতে না পারায় ‘এ’ ক্যাটাগরি থেকে ‘জেড’ শ্রেণিতে নামকরণ হয়েছে।
বর্তমানে ‘জেড’ ক্যাটাগরিতে মোট ৯৮টি সিকিউরিটি রয়েছে। আজ এই ক্যাটাগরিতে ১৯টি শেয়ারের দর বেড়েছে, ৫৬টির দর কমেছে এবং ২৩টির দর অপরিবর্তিত রয়েছে।









