মঙ্গলবার
২রা ডিসেম্বর, ২০২৫
১৭ই অগ্রহায়ণ, ১৪৩২

আমরা জনতার পক্ষে সত্য বলি

২০২৬ সালের হজে সরকারি তিনটি প্যাকেজ ঘোষণা

Fresh News রিপোর্ট
সেপ্টেম্বর ২৮, ২০২৫
১০:৩৩ অপরাহ্ণ

২০২৬ সালে পবিত্র হজ পালনে ইচ্ছুকদের জন্য বাংলাদেশ সরকার তিনটি ভিন্ন প্যাকেজ ঘোষণা করেছে। এই প্যাকেজগুলো হজযাত্রীদের সুবিধা ও আবাসন ব্যবস্থার ওপর ভিত্তি করে তৈরি এবং খরচ সর্বনিম্ন ৪ লাখ ৬৭ হাজার ১৬৭ টাকা থেকে সর্বোচ্চ ৬ লাখ ৯০ হাজার ৫৯৭ টাকা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।

প্যাকেজ সমূহের বিবরণ:

  • হজ প্যাকেজ-১ (বিশেষ):
    • হারাম শরীফের বহিরাঙ্গণ থেকে সর্বোচ্চ ৭০০ মিটার দূরে আবাসন
    • মদিনায় মারকাজিয়া বা সেন্ট্রাল এরিয়ায় আবাসন
    • এক রুমে সর্বোচ্চ ৫ জন, ৬ বাথরুম সংযুক্ত
    • মিনায় জোন-২-এ তাঁবুর ব্যবস্থা
    • মিনা ও আরাফায় ডি+ ক্যাটাগরির সার্ভিস এবং মোয়াল্লেম কর্তৃক খাবার সরবরাহ
    • খরচ: ৬,৯০,৫৯৭ টাকা
  • হজ প্যাকেজ-২:
    • হারাম শরীফ থেকে ১.২ থেকে ১.৮ কিলোমিটার দূরে আবাসন
    • মদিনায় মারকাজিয়া বা সেন্ট্রাল এরিয়ায় আবাসন
    • এক রুমে সর্বোচ্চ ৬ জন, এটাচড বাথরুমসহ
    • মিনায় জোন-২-এ তাঁবুর ব্যবস্থা
    • মিনা ও আরাফায় ডি ক্যাটাগরির সার্ভিস এবং মোয়াল্লেম কর্তৃক খাবার সরবরাহ
    • খরচ: ৫,৫৮,৮৮১ টাকা
  • হজ প্যাকেজ-৩ (সাশ্রয়ী):
    • আবাসন মক্কার আজিজিয়া এলাকায়, মদিনায় মারকাজিয়া এলাকার বাইরে
    • এক রুমে সর্বোচ্চ ৬ জন
    • মিনায় জোন-৫-এ তাঁবুর ব্যবস্থা
    • মিনা ও আরাফায় ডি ক্যাটাগরির সার্ভিস এবং মোয়াল্লেম কর্তৃক খাবার সরবরাহ
    • হারাম শরীফে পাঁচ ওয়াক্ত নামাজের জন্য এসি বাস ব্যবস্থা
    • খরচ: ৪,৬৭,১৬৭ টাকা

অতিরিক্ত তথ্য:

  • সরকারি প্যাকেজের আওতায় মক্কা ও মদিনায় ২ ও ৩ সিটের রুম আপগ্রেডেশন ও শর্ট প্যাকেজ সুবিধা গ্রহণ করা যাবে।
  • সৌদি আরবে অবস্থানকাল সাধারণত ৩৫ থেকে ৪৭ দিন, শর্ট প্যাকেজে ২২ থেকে ৩০ দিন।
  • বেসরকারি হজ এজেন্সিদের জন্য আলাদা একটি ‘সাধারণ হজ প্যাকেজ’ রয়েছে, যার খরচ ৫ লাখ ৯ হাজার ১৮৫ টাকা। এতে খাদ্যের জন্য আলাদা খরচ নিজ দায়িত্বে বহন করতে হবে।

সরকারি হজ প্যাকেজ ঘোষণা করেন ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন। তিনি জানান, আজিজিয়া এলাকা এখন নতুন সংযোজন হিসেবে সরকারি প্যাকেজে অন্তর্ভুক্ত করা হয়েছে, যেখানে আগে কখনো সরকারি মাধ্যমে হজযাত্রী রাখা হয়নি।

এই প্যাকেজগুলো আগামী ফেব্রুয়ারি থেকে প্রয়োগ হবে বলে আশা করা হচ্ছে।