রাজধানীতে গাড়ির শোরুমে চাঁদাবাজি ও ককটেল হামলার প্রতিবাদে আজ (রোববার) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত সব গাড়ি বিক্রয়কেন্দ্র অর্ধদিবস বন্ধ রাখার ঘোষণা দিয়েছে বাংলাদেশ রিকন্ডিশন্ড ভেহিকলস ইমপোর্টার্স অ্যান্ড ডিলারস অ্যাসোসিয়েশন (বারভিডা)।
শনিবার (১৮ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বারভিডা জানায়, দীর্ঘদিন ধরে দুষ্কৃতকারীরা ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা দাবি করছে এবং হুমকি দিচ্ছে। কখনও মোটরসাইকেলে এসে শোরুমের সামনে ককটেল নিক্ষেপ করছে। এর প্রতিবাদে এবং ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে এ কর্মসূচি ঘোষণা করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, এ ঘটনায় আজ সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত দেশের সব গাড়ির শোরুম বন্ধ রেখে প্রগতি সরণির কোকা-কোলা মোড়ে মানববন্ধন করবে বারভিডা।
বারভিডার সভাপতি আবদুল হক বলেন, “কয়েক মাস ধরে একটি সন্ত্রাসী গোষ্ঠী ব্যবসায়ীদের কাছে ফোনে চাঁদা দাবি করছে। এমনকি বিদেশ থেকেও হুমকি দেওয়া হচ্ছে। চাঁদা না দিলে ব্যবসা বন্ধ করে দেওয়ার ভয় দেখানো হচ্ছে। মাঝে মধ্যে ককটেল ফাটিয়ে আতঙ্ক তৈরি করা হচ্ছে।”
তিনি আরও বলেন, “দেশের বিভিন্ন স্থানে সাম্প্রতিক অগ্নিকাণ্ডের ঘটনাগুলো বিবেচনায় নিয়ে ব্যবসায়ীদের নিরাপত্তা নিয়ে আমরা উদ্বিগ্ন। এখনই কার্যকর ব্যবস্থা না নিলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। তাই সরকারের প্রতি আমাদের আহ্বান – ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিত করা হোক।”









