কামারখন্দ উপজেলায় মাদ্রাসা শিক্ষার্থীকে ধর্ষণের প্রতিবাদে জড়িত সকল আসামি গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে বিএনপি সহ পৃথক ৩টি পৃথক মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল এগারোটা কামারখন্দ উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে মানববন্ধন হয়। পরে হাজী কোরপ আলী কলেজ সহ অন্যান্য কলেজের কামারখন্দ ছাত্র সমাজ মানববন্ধনে একাত্মতা ঘোষণা করে অংশগ্রহণ করেন। একই দিন বিকেল ৪টায় স্থানীয় ওলামা ঐক্য পরিষদ উপজেলা পরিষদ জামে মসজিদ চত্ত্বরে মানববন্ধন ও উপজেলা পরিষদের প্রধান প্রধান সড়কে ধর্ষণের সাথে জড়িত সকলের ফাসিঁর দাবীতে বিক্ষোভ মিছিল করে।
মানববন্ধনে বক্তারা বলেন, কামারখন্দে মাদ্রাসা শিক্ষার্থীদের জোর করে তুলে নিয়ে ধর্ষণকারী এবং ধর্ষণের সাথে যারা জড়িত সকলের সর্বোচ্চ শাস্তি ফাঁসি দ্রুত সময়ে কার্যকর করতে হবে। মাদরাসা ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামি নাইম হোসেনকে (২০) কুমিল্লা থেকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। মঙ্গলবার (২২ অক্টোবর) ভোর সাড়ে ৪টার দিকে র্যাব-১২ ও র্যাব-১১ এর যৌথ অভিযানিক দল তিতাস থানার জিয়ারকান্দি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। ধর্ষণের ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনী অভিযানে প্রধান আসামি সহ ৪জন গ্রেফতার হয়।
অভিযানে প্রধান আসামি সহ ৪জন গ্রেফতার হওয়ায় আইনশৃঙ্খলা বাহিনীকে ধন্যবাদ জানিয়ে বক্তারা বলেন, দেশে আমরা স্বাভাবিক পরিস্থিতি দেখতে চাই, একজ ধর্ষককে শুধু গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করলে চলবে না। ধর্ষণকারী যেন জামিনে বের হয়ে আরও বেপরোয়া হয়ে না যায় তাই সকল অপরাধীকে অতি দ্রুত সময়ে ফাঁসি কার্যকর করতে হবে, একই সাথে এধরণের ঘটনা ভবিষ্যতে যেন আর কেউ না ঘটাতে তার জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে আরও সজাগ থাকতে হবে ।
উল্লেখ্য ১৯ অক্টোবর রবিবার মাদ্রাসা শিক্ষার্থীকে রাস্তা থেকে সিএনজিতে তুলে নিয়ে উপজেলার জামতৈল সেন্ট্রাল পার্ক সংলগ্ন এলাকার “ডেরা ফাস্ট ফুড এ্যান্ড চাইনিজ রেস্টুরেন্ট” এর ভিতরে নিয়ে ধর্ষণ করে। এতে সহযোগিতা করে ওই বখাটের পাঁচ বন্ধু উপজেলার জামতৈল এলাকার মো. ইমরান (২১) আকাশ (২১) আতিক (২৩)। নাছিম উদ্দিন (২০) নাজমুল হক নয়ন (২০)।
মানববন্ধনে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, উপজেলা বিএনপির সাবেক সভাপতি বদিউজ্জামান ফেরদৌস, সাধারণ সম্পাদক রেজাতে রাব্বি উথান, জেলা বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন রাজেশ, সিরাজগঞ্জ জেলা যুবদলের সভাপতি আল আমিন, কামারখন্দ উপজেলা যুবদলের আহবায়ক এম এ আলীম মন্ডল, সদস্য সচিব হাসনাতে রাব্বি সুমন, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শম্ভু নাথ দাস, সদস্য সচিব শেখ সোহেল আহমেদ, ছাত্রদলের আহবায়ক মাহমুদুল হাসান, সদস্য সচিব তানভীর ইসলাম, কলেজ ছাত্রদল নেতা শামীম সরকার প্রমুখ।









