যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী প্রশান্ত মহাসাগরে মাদক পরিবহনের অভিযোগে চারটি নৌকাকে লক্ষ্য করে হামলা চালালে কমপক্ষে ১৪ জন নিহত হয়েছেন, এমন তথ্য জানিয়েছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। তিনি জানান, এসব হামলা আন্তর্জাতিক জলসীমায় পরিচালিত হয় এবং কোনো মার্কিন সেনার হতাহতের খবর পাওয়া যায়নি।
বিবিসিসহ আন্তর্জাতিক সূত্রে পাওয়া প্রতিবেদনে বলা হয়েছে, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে আঘাত হানার সময় মেক্সিকোর উদ্ধার ও তল্লাশি দল এক ব্যক্তিকে বেঁচে উদ্ধার করেছে। হামলার পর হেগসেথ টুইটারে জানান, মার্কিন বাহিনীর তিনটি পৃথক আঘাতে মোট ১৪ জন নিহত হন এবং সাম্প্রতিক কৌশলগত অভিযানে মোট নিহতের সংখ্যা বেড়ে ৫৭ জনে দাঁড়িয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, প্রেসিডেন্টের নির্দেশে পূর্ব প্রশান্ত মহাসাগরে ওই অভিযান চালানো হয়েছে এবং ওই চারটি নৌকা সরকারি গোয়েন্দা তথ্যে পরিচিত মাদকপাচার রুটে চলাচলরত ছিল বলে মাল্টিপল সূত্রে ধারণা করা হয়েছে। প্রথম হামলায় আটজন, পরবর্তী দুটি হামলায় যথাক্রমে চার ও তিনজন নিহত হয়েছেন বলে প্রতিরক্ষামন্ত্রী উল্লেখ করেছেন। উদ্ধারকৃত ব্যক্তির শারীরিক অবস্থা বা তার বর্তমানে অবস্থান সম্পর্কে নির্দিষ্ট তথ্য এখনও জানানো হয়নি।
মার্কিন কর্মকর্তারা বলছেন, প্রশান্ত ও ক্যারিবীয় অঞ্চলে মাদকবাহী নৌযানকে লক্ষ্য করে চলমান অভিযানের কারণে অঞ্চলের সঙ্গে যুক্তরাষ্ট্রের কড়াকড়ি সম্পর্ক এবং কয়েকটি দেশের সঙ্গে কূটনৈতিক উত্তেজনা দেখা দিয়েছে; বিশেষ করে কলম্বিয়া ও ভেনেজুয়েলার সঙ্গে তীব্রতা বেড়েছে। মার্কিন প্রতিরক্ষাবিভাগ এই অভিযানকে “নিজেদের মাতৃভূমি রক্ষার অংশ” হিসেবে ব্যাখ্যা করেছে।









