মঙ্গলবার
২রা ডিসেম্বর, ২০২৫
১৭ই অগ্রহায়ণ, ১৪৩২

আমরা জনতার পক্ষে সত্য বলি

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ হারল বাংলাদেশ

Fresh News রিপোর্ট
অক্টোবর ২৯, ২০২৫
১০:০১ অপরাহ্ণ

শেষ ওভারে বাংলাদেশের জয়ের জন্য দরকার ছিল ২১ রান। প্রথম বলেই ২ রান নেন সাকিব আল হাসান, এরপর ওয়াইড দেন আকিল হোসেন। দ্বিতীয় বলে সিঙ্গেল নেওয়ার পর স্ট্রাইকে আসেন রিশাদ হোসেন। কিন্তু তৃতীয় বলে বড় শট খেলতে গিয়ে ক্যাচ তুলে দেন তিনি। সেই আউটের পরই কার্যত শেষ হয়ে যায় বাংলাদেশের জয়ের আশা। শেষ তিন বলে নাসুম আহমেদ ও সাকিব চেষ্টা করলেও পারেননি ম্যাচ বাঁচাতে। ফলে ১৪ রানের জয় নিয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করল ওয়েস্ট ইন্ডিজ।

চট্টগ্রামে অনুষ্ঠিত ম্যাচে টস জিতে আগে ব্যাট করে ওয়েস্ট ইন্ডিজ নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে তোলে ১৪৯ রান। দলের পক্ষে সর্বোচ্চ ৫৫ রান আসে শাই হোপের ব্যাট থেকে। জবাবে বাংলাদেশ ২০ ওভারে ৮ উইকেটে করে ১৩৫ রান।

১৫০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালোই করেছিলেন তানজিদ তামিম ও সাইফ হাসান। তবে ইনফর্ম সাইফ ১১ বলে ৫ রান করে হোল্ডারের বলে ক্যাচ দিয়ে ফেরেন। এরপর লিটন দাস আসেন তিন নম্বরে এবং দ্রুত রান তুললেও ইনিংস বড় করতে পারেননি—১৭ বলে করেন ২৩ রান।

এরপর তানজিদ তামিম ও তাওহিদ হৃদয় জুটি গড়ে দলকে এগিয়ে নেন। হৃদয় ১৪ বলে ১২ রান করে ফেরার আগে কিছুটা সময় ধরে রাখেন উইকেট। ভালো ফর্মে থাকা তানজিদ ৩৮ বলে ফিফটি তুলে নেন এবং শেষ পর্যন্ত করেন ৪৮ বলে ৬১ রান। তবে তার বিদায়ের পরই ব্যাটিংয়ে ভাটা পড়ে বাংলাদেশের।

জাকের আলির ১৮ বলে ১৭ রানের ইনিংস দলকে চাপে ফেলে। শেষ দিকে শামিম ও রিশাদ রান তুলতে ব্যর্থ হন। ফলে সহজ লক্ষ্যই কঠিন হয়ে যায় এবং শেষ পর্যন্ত ১৪ রানের হার মেনে নিতে হয় বাংলাদেশকে।

এর আগে ইনিংসের শুরুতে ক্যাচ মিসের খেসারত দিতে হয়নি বাংলাদেশকে। লিটন দাসের হাত ফসকে যাওয়া ব্রেন্ডন কিংকে পরের ওভারেই সাজঘরে ফেরান তাসকিন আহমেদ। এরপর হোপ ও আথানজে মিলে গড়েন ১০৫ রানের জুটি। আথানজে ৩৩ বলে ৫২ ও হোপ করেন ৫৫ রান।

মাঝ ও ডেথ ওভারে বাংলাদেশের বোলাররা নিয়ন্ত্রিত বোলিং করেন। মুস্তাফিজুর রহমান ২১ রানে ৩ উইকেট, রিশাদ ও নাসুম ২টি করে এবং তাসকিন নেন ১টি উইকেট। শক্ত ভিত পেয়েও বড় রান তুলতে না পারায় শেষ পর্যন্ত ১৪৯ রানেই থামে ক্যারিবীয় ইনিংস।

শেষ ওভারের নাটকীয়তায়ও ফিরতে পারেনি বাংলাদেশ—ওয়েস্ট ইন্ডিজই তুলে নেয় সিরিজ জয়।