মঙ্গলবার
২রা ডিসেম্বর, ২০২৫
১৭ই অগ্রহায়ণ, ১৪৩২

আমরা জনতার পক্ষে সত্য বলি

টেস্টে আবারও অধিনায়ক নাজমুল হোসেন শান্ত

Fresh News রিপোর্ট
নভেম্বর ১, ২০২৫
৯:২৬ অপরাহ্ণ

বাংলাদেশ টেস্ট দলের নেতৃত্বে থাকছেন নাজমুল হোসেন শান্ত। ২০২৫-২০২৭ টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে বাংলাদেশকে তিন ফরম্যাটের মধ্যে এই দীর্ঘ ফরম্যাটে নেতৃত্ব দেবেন তিনি, শনিবার (১ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

গত জুনে শ্রীলঙ্কার বিপক্ষে সর্বশেষ টেস্ট সিরিজে ইনিংস ব্যবধানে হারের পর সংবাদ সম্মেলনে অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা দিয়েছিলেন শান্ত। এরপর দীর্ঘ বিরতির পরও বিসিবি নতুন অধিনায়ক ঘোষণা না করায় জল্পনা ছিল, কে হবেন টেস্ট দলের নতুন নেতা। অবশেষে বোর্ড জানাল, আগের মতোই নেতৃত্বে থাকছেন শান্ত।

বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বলেন, শান্তর নেতৃত্বগুণ এবং ধৈর্য দলকে ইতিবাচকভাবে এগিয়ে নিয়েছে। তিনি বলেন, “টেস্ট ক্রিকেট নিয়ে শান্তর বোঝাপড়া গভীর, প্রতিশ্রুতি আছে এবং মাঠে তার উপস্থিতি দলকে অনুপ্রাণিত করে। নেতৃত্বে ধারাবাহিকতা রাখলে টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্রে দল আরও উন্নতি করবে।”

নিজের দায়িত্ব সম্পর্কে শান্ত বলেন, “বাংলাদেশ টেস্ট দলের নেতৃত্ব চালিয়ে যাওয়ার সুযোগ পেয়ে আমি সম্মানিত। বোর্ড আমার প্রতি যে আস্থা দেখিয়েছে, তার জন্য কৃতজ্ঞ। টেস্ট ক্রিকেটে দেশকে নেতৃত্ব দেওয়া আমার জীবনের সবচেয়ে গর্বের বিষয়। আমি সর্বোচ্চ নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনে প্রতিজ্ঞাবদ্ধ।”