সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায় এই প্রতিপাদ্য নিয়ে কামারখন্দে ৫৪তম সমবায় দিবস ২০২৫ উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (০১ নভেম্বর) সকালে কামারখন্দ উপজেলা সমবায় দপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা হয়।
সমবায় দিবসে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কামারখন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপাশা হোসাইন। আলোচনা সভা শেষে বৃষ্টির কারণে বর্ণাঢ্য র্যালি উপজেলার পরিষদ চত্তরে প্রদক্ষিণ হয়।
কামারখন্দ উপজেলা সমবায় কর্মকর্তা (অঃদাঃ) মোঃ নুরুজ্জামানের সভাপতিত্বে আলোচনা সভা ও র্যালিতে কামারখন্দ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল লতিফ, বিআরডিবি কর্মকর্তা আব্দুস সালাম সহ উপজেলার বিভিন্ন সমবায় সমিতির সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন।









