বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) সংসদীয় এলাকার অসহায় ও দরিদ্র জনসাধারণের বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
গত ১ নভেম্বর শনিবার ও ২ নভেম্বর রবিবার দুই দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পের আয়োজন করা হয়।
বাংলাদেশ পুলিশ সংস্কার কমিটির সদস্য-সচিব (অ:) ডিআইজি খান সাঈদ হাসান জ্যোতি’র ব্যক্তিগত উদ্যোগে এই ক্যাম্প পরিচালিত হয়। মানবিক সেবার এই ধারাকে স্বাগত জানিয়েছেন স্থানীয় জনসাধারণ।
উল্লাপাড়া উপজেলার দুইটি গুরুত্বপূর্ণ স্থানে এই সেবা কার্যক্রম পরিচালনা করা হয়। ১ নভেম্বর শনিবার বড়হর ইউনিয়ন-এর আওতাভুক্ত বড়হর স্কুল এন্ড কলেজ মাঠ ও ২ নভেম্বর রবিবার বাঙ্গালা ইউনিয়ন-এর আওতাভুক্ত ধামাইকান্দি কেফায়েত আলী বহুমুখী আদর্শ উচ্চ বিদ্যালয়।
ক্যাম্পে আগত রোগীদের সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসাপত্র প্রদান, প্রয়োজনীয় ঔষধ ও চশমা বিতরণ করা হয়। এছাড়া, বহু সংখ্যক রোগীর জন্য বিনামূল্যে চোখের ছানি অপারেশনেরও ব্যবস্থা করা হয়।
সেবা নিতে আসা রোগীদের মধ্যে যাদের জটিল সমস্যা ছিল, তাদের উন্নত চিকিৎসার জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হয়। ক্যাম্প শেষে সর্বমোট ১১৭ জন চোখের পানি সমস্যায় আক্রান্ত রোগীকে সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসার উদ্দেশ্যে ঢাকায় প্রেরণ করা হয়। এই রোগীদের উন্নত চিকিৎসা, থাকা-খাওয়া এবং যাতায়াতের সম্পূর্ণ ব্যয় বহন করা হচ্ছে বলে জানা গেছে।
ক্যাম্পের উদ্যোক্তা খান সাঈদ হাসান জ্যোতি বলেন, “রাজনীতি মানে শুধু ক্ষমতা নয়, মানুষের দুঃখ-কষ্ট লাঘবে তাদের পাশে দাঁড়ানোই প্রকৃত রাজনীতি। তারেক রহমানের নির্দেশনায় অসহায় মানুষের মুখে হাসি ফোটাতেই আমাদের এই উদ্যোগ। ভবিষ্যতেও মানবিক সেবার এই ধারা অব্যাহত থাকবে।
স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা এই ক্যাম্পে সার্বিক সহযোগিতা করেন। রাজনৈতিক নেতাদের এমন জনসেবামূলক কার্যক্রমে উল্লাপাড়ার সাধারণ মানুষ গভীর সন্তুষ্টি প্রকাশ করেছেন।









