মঙ্গলবার
২রা ডিসেম্বর, ২০২৫
১৭ই অগ্রহায়ণ, ১৪৩২

আমরা জনতার পক্ষে সত্য বলি

রোনালদো অবসর নিবে যেদিন

Fresh News রিপোর্ট
নভেম্বর ৫, ২০২৫
৯:৫৩ অপরাহ্ণ

পেশাদার ফুটবল থেকে দ্রুত অবসরে যাওয়ার ইঙ্গিত দিয়েছেন পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। তবে তিনি নির্দিষ্ট সময় উল্লেখ করেননি। ৪০ বছর বয়সী এই ফরোয়ার্ডের মূল লক্ষ্য এখন পর্তুগালের হয়ে ২০২৬ সালের বিশ্বকাপে খেলা এবং ক্যারিয়ারে ১০০০ গোলের মাইলফলক স্পর্শ করা।

রোনালদো এখন পর্যন্ত ক্লাব ও জাতীয় দল মিলে ৯৫২ গোল করেছেন। অর্থাৎ স্বপ্ন পূরণ থেকে খুব দূরে নন তিনি। ব্রিটিশ সাংবাদিক পিয়ার্স মরগানকে দেওয়া সাম্প্রতিক সাক্ষাৎকারে রোনালদো বলেন, “শিগগিরই (অবসর ঘোষণা দেব)। আমার মনে হয়, আমি প্রস্তুত হয়ে উঠছি। যদিও এই সিদ্ধান্ত নেওয়া খুবই কঠিন। তবে ২৫ বছর বয়স থেকেই এমন সময়ের জন্য নিজেকে মানসিকভাবে তৈরি করেছিলাম।”

তিনি আরও বলেন, “সবকিছুরই শুরু ও শেষ আছে। আমি এখন নিজের ও পরিবারের জন্য আরও বেশি সময় দিতে চাই। সন্তানদের সঙ্গে সময় কাটাতে চাই।”

২০০৬ সালে বিশ্বকাপ অভিষেকের পর থেকে পাঁচটি বিশ্বকাপে খেলেছেন রোনালদো। তবুও বিশ্বকাপ ট্রফি হাতে তোলা হয়নি তার। এই প্রসঙ্গে তিনি বলেন, “শুধু একটা প্রতিযোগিতা জিতে কেউ ইতিহাসের সেরা হয়ে যায় না। ছয়–সাতটা ম্যাচ জিতেই সবকিছু নির্ধারিত হয় না।”

ম্যানচেস্টার ইউনাইটেড থেকে সৌদি আরবের আল নাসরে যোগ দেওয়ার সময়টা তার জন্য সহজ ছিল না। তখন কোচ এরিক টেন হাগের সঙ্গে বিরোধে জড়ান তিনি। তবে সাবেক ক্লাবের অবস্থা নিয়ে এখনো খোঁজ রাখেন রোনালদো।

তিনি বলেন, “ম্যানচেস্টার ইউনাইটেড এখন কাঠামোগতভাবে পিছিয়ে আছে। এটা বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ ক্লাব, কিন্তু তারা সঠিক পথে নেই। আশা করি ভবিষ্যতে তারা ঘুরে দাঁড়াবে।”