ভারতের সঙ্গে যেকোনো সময় পূর্ণমাত্রার যুদ্ধ শুরু হতে পারে—এমন শঙ্কা প্রকাশ করে পাকিস্তান জানিয়েছে, তারা এ পরিস্থিতি মোটেও হালকাভাবে নিচ্ছে না। দেশটির প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বলেছেন, ভারতকে কোনো অবস্থাতেই বিশ্বাস করা যাচ্ছে না এবং সীমান্তে নাশকতাসহ সব সম্ভাবনার জন্য পাকিস্তান প্রস্তুত রয়েছে।
মঙ্গলবার (১৮ নভেম্বর) সামা টিভিকে দেওয়া সাক্ষাৎকারে খাজা আসিফ বলেন, ভারতের পক্ষ থেকে পূর্ণমাত্রার আক্রমণ বা সীমান্ত দিয়ে অনুপ্রবেশের আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না। তার ভাষায়, “আমাদের সবসময়ই সতর্ক অবস্থায় থাকতে হবে।”
সম্প্রতি ভারতীয় সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী ‘অপারেশন সিঁদুর’ নিয়ে মন্তব্য করেন, যেখানে তিনি বলেন গত জুনে পরিচালিত অভিযানটি ছিল মাত্র ‘৮৮ মিনিটের ট্রেলার’। প্রতিবেশীকে কীভাবে মোকাবিলা করতে হয়, ভারত তার প্রস্তুতি দেখিয়েছে বলেও উল্লেখ করেন তিনি। সেনাপ্রধানের সেই বক্তব্যের পরই পাকিস্তান আবারও যুদ্ধ প্রস্তুতির কথা जोरালোভাবে তুলে ধরল।
এর আগে খাজা আসিফ আরও কঠোর ভাষায় হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, পাকিস্তান পূর্ব সীমান্তে ভারত এবং পশ্চিম সীমান্তে আফগানিস্তান—দুই দিকেই যুদ্ধের জন্য প্রস্তুত। তার দাবি, পরিস্থিতি চূড়ান্ত রূপ নিলে যুদ্ধ ছাড়া কোনো বিকল্প থাকবে না।
গত মাসে আফগানিস্তানের সঙ্গে বড় ধরনের সীমান্ত সংঘর্ষে জড়ানোর পর পাকিস্তান সেদেশের ভেতরে বিমান হামলাও চালায়। পরে কাতার ও তুরস্কের মধ্যস্থতায় উত্তেজনা কমে যায়।
দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা বাড়তে থাকায় দুই দেশের সম্পর্ক কোথায় গড়াবে, তা নিয়ে এখন আন্তর্জাতিক অঙ্গনেও বাড়ছে উদ্বেগ।









