গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফেরত চেয়ে ভারতকে আনুষ্ঠানিক চিঠি পাঠিয়েছে বাংলাদেশ। বিষয়টি নিশ্চিত করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।
রোববার (২৩ নভেম্বর) সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান, গত ২১ নভেম্বর দিল্লিস্থ বাংলাদেশ মিশন থেকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠিটি পাঠানো হয়েছে।
তৌহিদ হোসেন বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ড ঘোষণার পর শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে ফেরত আনার বিষয়ে নতুন চিঠি পাঠানো হয়েছে। ভারতের কাছে আগেও প্রত্যর্পণের আবেদন করা হয়েছিল, তবে সে চিঠির জবাব মেলেনি।
গত ১৭ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জুলাই আন্দোলনের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় দোষী সাব্যস্ত করে দু’জনের মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করে। এর আগে ২০২৩ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকার পতনের পর শেখ হাসিনা ভারতে আশ্রয় নেন।
নতুন চিঠির মাধ্যমে দিল্লির কাছে তাদের প্রত্যর্পণের দাবি আরও একবার আনুষ্ঠানিকভাবে জানাল ঢাকা।









