মঙ্গলবার
২রা ডিসেম্বর, ২০২৫
১৭ই অগ্রহায়ণ, ১৪৩২

আমরা জনতার পক্ষে সত্য বলি

কড়াইল বস্তিতে ভয়াবহ আগুন, ছড়িয়ে পড়ছে চারদিকে

Fresh News রিপোর্ট
নভেম্বর ২৫, ২০২৫
৯:৫৪ অপরাহ্ণ

রাজধানীর মহাখালী সংলগ্ন কড়াইল বস্তিতে লেগে যাওয়া আগুন ভয়াবহ আকার ধারণ করেছে। ঘনবসতিপূর্ণ ও ঘিঞ্জি কাঠামোর কারণে মুহূর্তেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ছে, আর তা নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট।

ফায়ার সার্ভিস জানায়, মঙ্গলবার বিকেল ৫টা ২২ মিনিটে আগুনের সূত্রপাত হয়। তবে ঘটনাস্থলে তীব্র পানি সংকটের কারণে আগুন নিয়ন্ত্রণে আনতে হিমশিম খেতে হচ্ছে কর্মীদের। এতে ক্রমেই বড় হচ্ছে ক্ষয়ক্ষতির পরিমাণ, বহু ঘর ইতোমধ্যেই পুড়ে ছাই হয়ে গেছে।

এদিকে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, নিরাপত্তার স্বার্থে বস্তিতে কাউকে প্রবেশের অনুমতি দিচ্ছে না পুলিশ ও ফায়ার সার্ভিস। আশপাশে ভিড় ও বিশৃঙ্খলা ঠেকাতে সবাইকে নিরাপদ দূরত্বে থাকার অনুরোধ জানানো হচ্ছে।

যেসব ঘরে এখনো আগুন লাগেনি কিন্তু আগুন লাগার আশঙ্কা রয়েছে, সেসব বাড়ির বাসিন্দারা দ্রুত মূল্যবান জিনিসপত্র সরিয়ে নেওয়ার চেষ্টা করছেন। কেউ হাতে, কেউ বা মাথায় করে নিজেদের সামান্য বাঁচানো জিনিসপত্র নিয়ে ছুটছেন নিরাপদ স্থানে।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ বলেন, আগুন লাগার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ১১টি ইউনিট রওনা দেয়। কিন্তু প্রচণ্ড যানজটের কারণে কোনো ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি। পরে মোট ১৯টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

আগুনের ভয়াবহতা ও তীব্রতা বাড়ায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে। তবে সর্বোচ্চ চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণের কাজ অব্যাহত রেখেছে ফায়ার সার্ভিস।