সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে ব্যাংক ব্যবস্থাপকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ নভেম্বর) বাদ মাগরিব চেম্বারের সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভা আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট সাইদুর রহমান বাচ্চু।
ব্যবসা-বাণিজ্যের পরিবেশ উন্নয়ন, ব্যাংকিং সেবা সহজীকরণ এবং উদ্যোক্তাদের আর্থিক সহযোগিতা আরও কার্যকর করার বিষয়ে সভায় আলোচনা হয়।
আয়োজিত এই মতবিনিময় সভায় জেলার বিভিন্ন ব্যাংকের ব্যবস্থাপকরাও তাদের মতামত প্রদান করেন৷ ফলে সিরাজগঞ্জের ব্যবসায়ীদের ভবিষ্যতে ব্যবসায়ীক কার্যক্রম আরও সহজ হবে বলে আশা করা যাচ্ছে।
প্রধান অতিথির বক্তব্যে সাইদুর রহমান বাচ্চু বলেন, ব্যবসায়ীরা যেন সহজে ব্যাংকিং সেবা পেতে পারেন এবং ঋণ গ্রহণে অযথা জটিলতায় না পড়েন, এ বিষয়টি গুরুত্ব দিয়ে দেখতে হবে। স্থানীয় শিল্প উন্নয়ন ও উদ্যোক্তা সৃষ্টিতে ব্যাংকগুলোর সহযোগিতা অত্যন্ত প্রয়োজন, যা জেলার আর্থসামাজিক অগ্রগতিকে আরও এগিয়ে নেবে।









