হংকংয়ের তাই পো জেলার ওয়াং ফুক কোর্ট আবাসিক কমপ্লেক্সে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৫ জনে। বুধবার (২৬ নভেম্বর) দুপুরে আগুন লাগার পর মুহূর্তেই তা পুরো কমপ্লেক্সজুড়ে ছড়িয়ে পড়ে, সৃষ্টি হয় চরম বিভীষিকার।
ফায়ার সার্ভিসের সর্বশেষ তথ্যে জানা গেছে, মোট ৫৫ জন মারা গেছেন, যার মধ্যে ঘটনাস্থলেই প্রাণ হারান ৫১ জন এবং হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আরও চারজন। আহত হয়েছেন ১২৩ জন, তাদের মধ্যে আটজন দমকল কর্মীও রয়েছেন।
আগে নিখোঁজ ২৭৯ জনের কথা জানালেও সর্বশেষ আপডেটে নিখোঁজদের বিষয়ে কোনো তথ্য প্রকাশ করা হয়নি।
এএফপি জানিয়েছে, কমপ্লেক্সের তিনটি ভবনের বাইরে থাকা বাঁশের মাচা থেকে আগুনের সূত্রপাত হয় এবং দ্রুত ভবনের অন্যান্য অংশে ছড়িয়ে পড়ে। আট ব্লকের এই বিশাল কমপ্লেক্সে দুই হাজারের মতো ফ্ল্যাট ছিল। আগুন এতটাই ভয়াবহ ছিল যে প্রায় ১৫ ঘণ্টা ধরে আগুন নিয়ন্ত্রণের বাইরে ছিল।
অগ্নিকাণ্ডের ঘটনায় ইতোমধ্যে একটি নির্মাণ প্রতিষ্ঠানের তিন কর্মকর্তাকে আটক করা হয়েছে। তাদের মধ্যে দুইজন পরিচালক এবং একজন পরামর্শক। পুলিশ জানিয়েছে, আগুন অস্বাভাবিকভাবে ছড়িয়ে পড়ার কারণ হিসেবে ভবনের ভেতর পলিস্টাইরিনসহ দাহ্য পদার্থ পাওয়া গেছে। এছাড়া নিরাপত্তা জাল, ক্যানভাস ও প্লাস্টিক কভার সেফটি স্ট্যান্ডার্ড পূরণ না করায় আগুন আরও ভয়াবহ আকার ধারণ করে।









