বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া রাজধানীর এভারকেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসাধীন রয়েছেন। তাঁর শারীরিক অবস্থা দেশি-বিদেশি বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ড নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।
বৃহস্পতিবার তাঁর ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন জানান, মেডিকেল বোর্ড নিয়মিতভাবে সিসিইউতে তাঁর অবস্থা পর্যবেক্ষণ করছে।
মেডিকেল বোর্ডের এক সদস্য জানান, খালেদা জিয়ার নিউমোনিয়া ধরা পড়েছে। মাল্টিপল জটিলতা থাকার কারণে চিকিৎসা দিতে সতর্কতা অবলম্বন করতে হচ্ছে। বিভিন্ন পরীক্ষার রিপোর্টে ভালো ও খারাপ—উভয় ধরনের ফল পাওয়া গেছে বলে জানান তিনি।
গত রোববার রাত ৮টার দিকে তাঁকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালের হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের তত্ত্বাবধানে তাঁর চিকিৎসা চলছে।
এ সময় লন্ডন থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তাঁর স্ত্রী ডা. জুবাইদা রহমান চিকিৎসকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন। প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শামিলা রহমানও হাসপাতালে অবস্থান করছেন।
খালেদা জিয়া তাঁর সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেছেন।









