বিএনপি বহুবার ও দীর্ঘ সময় রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা অর্জন করেছে – এমন মন্তব্য করেছেন দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে নব্বইয়ের ডাকসু ও সর্বদলীয় ছাত্র ঐক্য আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, রাষ্ট্রযন্ত্র একটি দেশের সবচেয়ে জটিল ও ব্যয়বহুল ব্যবস্থা, আর এটি পরিচালনার সক্ষমতা ও অভিজ্ঞতা বিবেচনার দাবিদার। সেই যোগ্যতা সবচেয়ে স্পষ্টভাবে বিএনপির মধ্যেই রয়েছে।
তিনি বলেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থানে শহীদদের তালিকায় বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সংখ্যাই বেশি। সেই অনুযায়ী আন্দোলনে কারা বেশি ভূমিকা রেখেছে তা মূল্যায়ন হওয়া উচিত। কিন্তু অনেক সময় কিছু সংগঠন নিজেদের ভূমিকাকেই প্রধান হিসেবে তুলে ধরতে চায় বলে মন্তব্য করেন তিনি।
নজরুল ইসলাম খান বলেন, আগামী নির্বাচনে অংশ নেওয়া দলগুলোর মধ্যে এমন একটি দলও আছে যারা পূর্বে বিএনপির সঙ্গে সরকারে ছিল, কিন্তু সমালোচনা করতে গিয়ে নিজেদের নির্দোষ হিসেবে তুলে ধরার চেষ্টা করছে।
তিনি আরও বলেন, বিএনপির গণতান্ত্রিক আন্দোলনকে বিভ্রান্ত করার নানান প্রচেষ্টা চালানো হলেও তা সফল হয়নি।
আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক মন্ত্রী আমান উল্লাহ আমান, বিএনপির যুগ্ম-মহাসচিব খায়রুল কবির খোকন, নেতা নাজিম উদ্দীন আলম, মোস্তাফিজুর রহমান বাবুলসহ অনেকে।









