মঙ্গলবার
২রা ডিসেম্বর, ২০২৫
১৭ই অগ্রহায়ণ, ১৪৩২

আমরা জনতার পক্ষে সত্য বলি

ঢাকায় বসছে দুই দিনব্যাপী আন্তর্জাতিক অর্থোপেডিক সম্মেলন

Fresh News রিপোর্ট
নভেম্বর ২৮, ২০২৫
৭:৩৪ অপরাহ্ণ

দেশি-বিদেশি প্রায় দুই হাজার অর্থোপেডিক বিশেষজ্ঞকে নিয়ে আগামী রোববার ঢাকায় শুরু হচ্ছে দুই দিনব্যাপী আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলন ‘বসকন-২০২৫’, যেখানে বিভিন্ন দেশের চিকিৎসক ও গবেষকরা তাদের অভিজ্ঞতা ও গবেষণালব্ধ জ্ঞান বিনিময় করবেন।

শুক্রবার জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে আয়োজনটির বিস্তারিত তুলে ধরেন বাংলাদেশ অর্থোপেডিক সোসাইটির সদস্য সচিব ডা. এরফানুল হক সিদ্দিকী। তিনি জানান, সম্মেলনটি ৩০ নভেম্বর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে সকাল ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত এবং ১ ডিসেম্বর বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের শহীদ আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে সকাল ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান। এছাড়া স্বাস্থ্য সচিব, বিএমইউ উপাচার্য এবং স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকসহ আরও অনেকে উপস্থিত থাকবেন।

বাংলাদেশ অর্থোপেডিক সোসাইটির আহ্বায়ক অধ্যাপক ডা. আবুল কেনান বলেন, নিটোর হাসপাতালে গুরুত্বপূর্ণ অঙ্গ-প্রত্যঙ্গ পুনঃস্থাপনে যে সফলতা অর্জন হয়েছে তা অনেকের অজানা। বসকনে এসব বিষয়ে নতুন দিক নিয়ে আলোচনা হবে। ইতোমধ্যে দেড় হাজারের বেশি বিশেষজ্ঞ নিবন্ধন করেছেন, আর সম্মেলনে লাইভ অপারেশন দেখানো হবে বলে নিশ্চিত করেন আয়োজক কমিটির চেয়ারম্যান অধ্যাপক ডা. ওয়াকিল আহমেদ।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বসকন-২৫ এর সাংগঠনিক কমিটির সেক্রেটারি ডা. মো. মিজানুর রহমান, ডা. সিরাজুস সালেহীন এবং নিটোরের সহযোগী অধ্যাপক ডা. আলমগীর কবির জনি।