রাজধানীর বাজারগুলোতে শীতের নানান সবজি উঠলেও দাম কমেনি – এমন অভিযোগ জানিয়েছেন ক্রেতারা। ফুলকপি, বাঁধাকপি, শিম, লাউ, বেগুন, মূলাসহ সব ধরনের শীতকালীন সবজিই আগের মতো বা তার কাছাকাছি দামে বিক্রি হচ্ছে।
শুক্রবার সকালে রামপুরার বউ বাজার ঘুরে দেখা যায়—ফুলকপি ৫০ টাকা, বাঁধাকপি ৪০ টাকা, শিম ৭০-৮০ টাকা কেজি, মূলা ৩০-৪০ টাকা, লাউ ৬০ টাকা, কাঁচা মিষ্টি কুমড়া ১৫০ টাকা পিস, এক ফালি ৩০ টাকা, আলু ২৫-৩০ টাকা এবং জলপাই ৪০ টাকা দরে বিক্রি হচ্ছে।
ক্রেতাদের অভিযোগ, সারা বছর সবজির দাম ওঠানামা করলেও এখন শীত মৌসুমে দাম আরও কমার কথা ছিল। ক্রেতা সোহেল হোসেন বলেন, শীতে কম দামে বেশি সবজি পাওয়ার কথা থাকলেও এখন ১০০ টাকায় দুই কেজি সবজিও পাওয়া যায় না, ফলে আগের সপ্তাহের সঙ্গে দামের তেমন পার্থক্য নেই।
খুচরা বিক্রেতা আকাশ জানান, তাঁরা কারওয়ান বাজার থেকে বিভিন্ন মানের সবজি সংগ্রহ করেন। কোয়ালিটি অনুযায়ী বাজারদর ওঠানামা করার কারণে তিনি দামের ওপর তেমন মন্তব্য করতে চান না। তাঁর দাবি, তাঁরা কেজিতে মাত্র ৩-৫ টাকা লাভ করেন।
এদিকে কৃষি বিপণন অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ২৭ নভেম্বর ঢাকা মহানগরের বিভিন্ন বাজারে আলু ১৯ টাকা, মিষ্টি কুমড়া ৩০ টাকা কেজি, শিম ৭০ টাকা কেজি, ফুলকপি ও বাঁধাকপি ৩৫ টাকা পিস, লাউ ৪৫ টাকা এবং মূলা ৩০-৩৫ টাকা দরে বিক্রি হয়েছিল।









