মঙ্গলবার
২রা ডিসেম্বর, ২০২৫
১৭ই অগ্রহায়ণ, ১৪৩২

আমরা জনতার পক্ষে সত্য বলি

খালেদা জিয়ার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন ড. ইউনূস

Fresh News রিপোর্ট
নভেম্বর ২৮, ২০২৫
৭:৩৯ অপরাহ্ণ

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। শুক্রবার রাতে প্রেস উইংয়ের পাঠানো বার্তায় তিনি তাঁর দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চান।

প্রধান উপদেষ্টা জানান, তিনি নিয়মিতভাবেই খালেদা জিয়ার চিকিৎসার অগ্রগতির খবর নিচ্ছেন এবং চিকিৎসায় যেন কোনো ঘাটতি না থাকে, সে বিষয়ে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন। প্রয়োজনীয় সব ধরনের চিকিৎসা সহযোগিতা দিতে সরকার প্রস্তুত বলেও তিনি উল্লেখ করেন।

তিনি বলেন, তিনবারের সাবেক এই প্রধানমন্ত্রী গণতান্ত্রিক উত্তরণের সময়ে জাতির জন্য এক অনুপ্রেরণার উৎস। তার সুস্বাস্থ্য দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই চিকিৎসা–সেবা নিশ্চিত করতে সবাইকে সার্বক্ষণিক প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।