মঙ্গলবার
২রা ডিসেম্বর, ২০২৫
১৭ই অগ্রহায়ণ, ১৪৩২

আমরা জনতার পক্ষে সত্য বলি

মসজিদে নামাজরত অবস্থায় বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা

Fresh News রিপোর্ট
নভেম্বর ২৯, ২০২৫
২:৪৬ অপরাহ্ণ

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার দেওলভোগ দয়হাটা এলাকার বায়তুল আমান জামে মসজিদে নামাজরত অবস্থায় বিএনপির নেতাকর্মীদের ওপর হামলার ঘটনা ঘটেছে। শুক্রবার সন্ধ্যায় (বাদ মাগরিব) এই হামলায় স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপুর আটজন সমর্থক আহত হন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, জানাজায় অংশ নিতে এলাকায় আসার পর মীর সরাফত আলী সপু মসজিদে নামাজ পড়ছিলেন। এ সময় একদল লোক তার সমর্থকদের ওপর হামলা চালায়। আহতদের মধ্যে আব্দুর রহিম, আকতার হোসেন ও মমিনুল ইসলাম ফাহিম গুরুতর আহত হয়ে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

ঘটনার পর সপু সাংবাদিকদের বলেন, জানাজায় এসে নামাজ পড়াও এখন ঝুঁকিপূর্ণ হয়ে গেছে। চাপাতি দিয়ে তার কর্মীদের ওপর হামলা চালানো হয়েছে বলে অভিযোগ করেন তিনি এবং হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।

শ্রীনগর থানার ওসি নাজমুল হুদা খান জানান, সরাফত আলী সপুর পক্ষে রুবেল নামে এক ব্যক্তি মামলা দায়ের করেছেন। ইতোমধ্যে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে। অতিরিক্ত পুলিশ সুপার ফিরোজ কবীর জানান, মসজিদের ভেতর-বাইরের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করা হচ্ছে। হামলার পেছনে বিএনপির অভ্যন্তরীণ দ্বন্দ্ব আছে কি না তাও তদন্ত করা হচ্ছে।

উল্লেখ্য, মুন্সীগঞ্জ-১ আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন শিল্পপতি শেখ মো. আবদুল্লাহ। মনোনয়ন প্রত্যাশী ছিলেন সরাফত আলী সপু, আর এ নিয়েই এলাকায় উত্তেজনা বিরাজ করছে। এই প্রেক্ষাপটে হামলার ঘটনা নতুন করে চাঞ্চল্যের সৃষ্টি করেছে।