প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার জানিয়েছেন, আগামী বছরের শুরুতেই দেশের সব প্রাথমিক শিক্ষার্থীর হাতে নতুন বই পৌঁছে যাবে। জেলা পর্যায়ে ইতোমধ্যে বেশিরভাগ বই পৌঁছে গেছে বলেই তিনি নিশ্চিত করেছেন।
শনিবার ভোলা জেলা প্রশাসকের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি জানান, জানুয়ারির প্রথম সপ্তাহেই শিক্ষার্থীরা পূর্ণাঙ্গ বই হাতে পাবে—এ বিষয়ে কোনো শঙ্কা নেই।
তিনি আরও বলেন, যেসব বিদ্যালয় ভোটকেন্দ্র হিসেবে ব্যবহার হবে, সেগুলোর দ্রুত সংস্কারের নির্দেশ দেওয়া হয়েছে। প্রয়োজনীয় উদ্যোগও ইতোমধ্যে নেওয়া হয়েছে।
ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার জানান, প্রাথমিক শিক্ষার মানোন্নয়নই এখন মূল লক্ষ্য। দীর্ঘদিন বিভিন্ন প্রকল্প চললেও মূল উদ্দেশ্য—ভাষাগত ও গাণিতিক স্বাক্ষরতা—প্রাধান্য পায়নি। এখন সেই লক্ষ্যকে সামনে রেখে পদক্ষেপ নেওয়া হচ্ছে।
তার ভাষায়, প্রাথমিক স্তরে একজন শিক্ষার্থীকে মাতৃভাষায় সাবলীলভাবে পড়তে, বুঝতে এবং লিখতে সক্ষম হতে হবে। পাশাপাশি যোগ, বিয়োগ, গুণ, ভাগসহ মৌলিক গণিত ঠিকভাবে বুঝে প্রয়োগ করতে শেখা জরুরি। পাশাপাশি আন্তর্জাতিক ভাষা হিসেবে ইংরেজির সঙ্গে পরিচয় করিয়ে দেওয়াও গুরুত্বপূর্ণ—এই তিন ক্ষেত্রেই জোর দেওয়া হবে।
শিক্ষকদের উন্নয়ন নিয়েও কাজ চলছে উল্লেখ করে তিনি বলেন, প্রধান শিক্ষকদের ১০ম গ্রেড দেওয়ার পর সহকারী শিক্ষকদের ১১তম গ্রেড নিশ্চিত করতে সরকার সর্বাত্মক চেষ্টা করছে।
এর আগে তিনি পিইডিপি-৪ প্রকল্পের আওতায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবকাঠামো উন্নয়ন কার্যক্রম নিয়ে আয়োজিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং সংশ্লিষ্টদের দায়িত্বশীলভাবে কাজ করার আহ্বান জানান।









