মঙ্গলবার
২রা ডিসেম্বর, ২০২৫
১৭ই অগ্রহায়ণ, ১৪৩২

আমরা জনতার পক্ষে সত্য বলি

খালেদা জিয়ার খোঁজ নিতে হাসপাতালে স্বরাষ্ট্র উপদেষ্টা

Fresh News রিপোর্ট
নভেম্বর ২৯, ২০২৫
২:৫২ অপরাহ্ণ

বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থার খোঁজ নিতে এভারকেয়ার হাসপাতালে পৌঁছেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। শনিবার দুপুরে তিনি হাসপাতালে গিয়ে চিকিৎসকদের সঙ্গে কথা বলেন এবং খালেদা জিয়ার সর্বশেষ অবস্থা সম্পর্কে জানতে চান।

এর আগে দেশটির বিভিন্ন রাজনৈতিক ও ধর্মীয় দলের নেতারাও হাসপাতালে গিয়ে খালেদা জিয়ার খোঁজখবর নেন। বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মওলানা মুহাম্মাদ মামুনুল হক দুপুরেই সেখানে উপস্থিত হয়ে চিকিৎসকদের সঙ্গে কথা বলেন। তার আগেই যান জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতারা। তারা খালেদা জিয়ার চিকিৎসা ও বর্তমান শারীরিক অবস্থা নিয়ে দায়িত্বরত চিকিৎসকদের সঙ্গে আলোচনা করেন। প্রতিনিধি দলে ছিলেন এনসিপির সিনিয়র যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী এবং মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ।

খালেদা জিয়া দীর্ঘদিন ধরে নানা জটিল রোগে ভুগছেন এবং বেশ কিছুদিন ধরে তিনি এভারকেয়ার হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। চিকিৎসকদের মতে, তার অবস্থা এখনও সংকটাপন্ন পর্যায়ে রয়েছে এবং উন্নত চিকিৎসা জরুরি প্রয়োজন।