বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেকমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর উদ্যোগে দোয়া মাহফিল করা হয়েছে।
রবিবার সকালে শিয়ালকোল ইউনিয়নের চন্ডিদাসগাতী মাদ্রাসা এবং যোহরের নামাজের পর কেন্দ্রীয় জামে মসজিদের এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। কোরআন তেলাওয়াত ও দুরুদ শেষে মহান রাব্বুল আলামিনের কাছে দুহাত তুলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে মোনাজাত করা হয়। দোয়া মাহফিলে শতশত মাদ্রাসা ছাত্র-মুসুল্লি ও দলীয় নেতাকর্মীরা অংশগ্রহন করে।









