ভারতে অবস্থানরত মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে দিয়েই প্রত্যর্পণ প্রক্রিয়া শুরু হবে – এ দাবি খণ্ডন করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। তিনি স্পষ্টভাবে জানিয়েছেন, এ বিষয়ে তাঁর কাছে কোনো অফিসিয়াল তথ্য নেই এবং কামালকে প্রথমে ফেরত আনার সিদ্ধান্তের বিষয়েও কিছু জানানো হয়নি।
আজ রোববার জাতীয় প্রেস ক্লাবে ডিক্যাব আয়োজিত ‘বাংলাদেশের পররাষ্ট্রনীতি : পরিবর্তনশীল বিশ্বে একটি প্রাসঙ্গিক ভূমিকা নির্ধারণ’ শীর্ষক সেশনে তিনি এ মন্তব্য করেন। উপদেষ্টা বলেন, আসাদুজ্জামান খান কামাল ভারতে আছেন—এ তথ্য সবার জানা; তবে ভারত সরকার কখনো আনুষ্ঠানিকভাবে বাংলাদেশকে জানায়নি।
তিনি আরও বলেন, “তাকে দিয়ে প্রত্যর্পণ শুরু হবে—এমন কোনো তথ্য আমার কাছে নেই।”
এর আগে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, ভারত খুব শিগগিরই আসাদুজ্জামান খান কামালকে বাংলাদেশে ফেরত পাঠাবে এবং প্রত্যর্পণের শুরুটাও তাঁর মাধ্যমেই হতে পারে।
গত ১৭ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জুলাই হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দেয়। এর পরপরই শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ জানিয়ে ভারতকে কূটনৈতিক চিঠি পাঠায় ঢাকার হাইকমিশন।
পররাষ্ট্র উপদেষ্টা জানান, আগের পাঠানো চিঠিরও কোনো উত্তর পাওয়া যায়নি, তাই বিষয়টি এখনও অনিশ্চিত।









