ফ্রেশ নিউজ :
রাজধানীর আফতাবনগরে অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে মারা গেছেন একজন নারী। বাড্ডা থানার ওসি সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ভাই ও বোন অটো রিকশায় করে যাচ্ছিল। ওড়না পেঁচিয়ে মারা গেছে। খবর শুনেছি। একজন অফিসার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছি। তবে ওই নারীর বয়স ও নাম এখনো জানা যায়নি বলে জানিয়েছেন এই পুলিশ কর্মকর্তা।
এর আগে গত সপ্তাহে বনশ্রীতে অটো রিকশা দুর্ঘটনায় মারা যান দুই জন।