শনিবার
১৯শে এপ্রিল, ২০২৫
৬ই বৈশাখ, ১৪৩২

আমরা জনতার পক্ষে সত্য বলি

কামারখন্দে ১৫০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

Fresh News রিপোর্ট
মার্চ ৬, ২০২৫
১:৩০ অপরাহ্ণ

নাজমুল হাসানঃ

সিরাজগঞ্জ জেলার কামারখন্দ উপজেলায় অভিযান চালিয়ে ১৫০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। বৃহস্পতিবার (৬ মার্চ) সকালে কামারখন্দ থানার কুটিরচর গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।

সিরাজগঞ্জের পুলিশ সুপার মো. ফারুক হোসেনের নির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মো. একরামুল হোসাইনের তত্ত্বাবধানে এসআই নাজমুল হকের নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল এই মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানে কুটিরচর গ্রামের সোবহান নামে এক ব্যক্তির দোকানের সামনে থেকে মো. সেলিম রেজা (৩৫) ও মো. আমিরুল ইসলাম (৩৩) নামের দুই মাদক কারবারিকে আটক করা হয়।

পুলিশ জানায়, আটক ব্যক্তিরা ইয়াবা বিক্রির জন্য অবস্থান করছিল। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে ডিবি সদস্যরা তাদের আটক করে। পরে তাদের দেহ তল্লাশি করে মোট ১৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।