বৃহস্পতিবার
৮ই মে, ২০২৫
২৫শে বৈশাখ, ১৪৩২

আমরা জনতার পক্ষে সত্য বলি

ভারত থেকে আসার পথে কুড়িগ্রাম সীমান্তে ৩৬ ‘রোহিঙ্গা আটক

Fresh News রিপোর্ট
মে ৭, ২০২৫
৪:০৪ অপরাহ্ণ

ফ্রেশ নিউজ :

কুড়িগ্রামের রৌমারী ও ভূরুঙ্গামারী সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় ৪৪ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার ভোরে রৌমারী উপজেলার সীমান্তবর্তী এলাকা থেকে ৩০ জন এবং ভূরুঙ্গামারী উপজেলার ভাওয়ালকুরি সীমান্ত থেকে ১৪ জনকে আটক করা হয়।

বিজিবি ও স্থানীয় সূত্র জানায়, আটক ব্যক্তিরা সীমান্ত এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিলেন। স্থানীয় বাসিন্দারা বিষয়টি টের পেয়ে বিজিবিকে খবর দেন। পরে বিজিবি গিয়ে তাঁদের আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিদের মধ্যে ৮ বাংলাদেশি ও ৩৬ রোহিঙ্গা বলে জানা গেছে।

রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লুৎফর রহমান জানান, আজ ভোরে সীমান্ত পেরিয়ে আসা ৩০ জনকে আটক করা হয়েছে। তাঁদের মধ্যে ৮ জন সিলেট ও যশোর জেলার বাসিন্দা বলে জানা গেছে। অন্য ২২ জন রোহিঙ্গা বলে ধারণা করা হচ্ছে। তাঁদের পরিচয় যাচাই করা হচ্ছে।

কুড়িগ্রাম ২২ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক মতিউর রহমান বলেন, ‘ভাওয়ালকুরি সীমান্ত থেকে আটক ১৪ জনের মধ্যে ৮ জন নারী ও ৬ জন পুরুষ রয়েছেন। তাঁদের ভারত থেকে ঠেলে পাঠানো হয়েছে কি না, তা জানার চেষ্টা চলছে।’