মঙ্গলবার
৫ই আগস্ট, ২০২৫
২১শে শ্রাবণ, ১৪৩২

আমরা জনতার পক্ষে সত্য বলি

সাভারে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের সড়কে বিক্ষোভ

Fresh News রিপোর্ট
মে ২৬, ২০২৫
১০:৫৬ পূর্বাহ্ণ

ফ্রেশ নিউজ :

সাভারে বকেয়া বেতনের দাবিতে এবি এ্যাপারেলস নামে একটি পোশাক কারখানার শ্রমিকরা সড়কে বিক্ষোভ করেছেন। পরে কিছু সময় তারা সড়কে অবস্থান নিয়ে রাস্তা অবরোধ করে রাখে।

সোমবার সকালে সাভারের তেঁতুলঝড়া ইউনিয়নের হেমায়েতপুর-সিঙ্গাইর আঞ্চলিক সড়কে শ্রমিকরা অবস্থান নিয়ে বিক্ষোভ ও অবরোধ করে।

শ্রমিকরা জানান, গত দুই মাসের ২৫ শতাংশ বেতন কারখানায় কর্মরত শ্রমিকদের এখনো বকেয়া আছে। এছাড়া কারখানার স্টাফদের দুই মাসের সম্পূর্ণ বেতন দেয়নি কারখানা কৃর্তপক্ষ।

আশুলিয়া শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া জানান , বকেয়া বেতনের দাবিতে শ্রমিকরা সড়কে অবস্থান নেন। পরে শ্রমিকদের বুঝিয়ে রাস্তা থেকে সরানো হয়েছে। সমাধানের জন্য এখন মালিক পক্ষের সঙ্গে আলোচনা চলছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।