উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় সৃষ্ট নিম্নচাপের কারণে বৈরী আবহাওয়ার মধ্যে বৃহস্পতিবার (২৯ মে) বরিশাল নদী বন্দর থেকে অভ্যন্তরীণ রুটের সব লঞ্চ চলাচল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে।
বরিশাল নদী বন্দর কর্মকর্তা সেলিম রেজা জানান, আবহাওয়ার অবস্থার অবনতি হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে ঢাকা-বরিশাল রুটে চলাচলকারী বড় লঞ্চগুলোর বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তিনি আরও জানান, পরিস্থিতি স্বাভাবিক হলে ছোট লঞ্চগুলোকে পুনরায় চলাচলের অনুমতি দেওয়া হবে।
এদিকে বরিশাল পানি উন্নয়ন বোর্ডের জলানুসন্ধান বিভাগের উপ-সহকারী প্রকৌশলী তাজুল ইসলাম জানান, বুধবার সকাল থেকে বিভাগের গুরুত্বপূর্ণ নদ-নদীর ১২টি পর্যবেক্ষণ পয়েন্টের মধ্যে ৬টিতে পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে করে বিভাগের বিভিন্ন নিম্নাঞ্চলে প্লাবনের আশঙ্কা দেখা দিয়েছে।
বরিশাল আবহাওয়া অফিসের ইনচার্জ বশির আহমেদ জানান, বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টির কারণে সাগর ও নদ-নদী উত্তাল রয়েছে। এর ফলে মাছ ধরার সব ধরনের নৌযানকে উপকূলে নিরাপদে অবস্থান করতে বলা হয়েছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার সকাল ৯টার আপডেটে পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর এবং বরিশাল নদী বন্দরকে ২ নম্বর সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।