মঙ্গলবার
৫ই আগস্ট, ২০২৫
২১শে শ্রাবণ, ১৪৩২

আমরা জনতার পক্ষে সত্য বলি

সাংবাদিক ও অধিকারকর্মীদের জন্য ঢাকায় দিনব্যাপী ডিজিটাল নিরাপত্তা প্রশিক্ষণ

Fresh News রিপোর্ট
জুন ৫, ২০২৫
৮:২২ পূর্বাহ্ণ

ডিজিটাল নিরাপত্তা এখন আর শুধু প্রযুক্তিবিদদের বিষয় নয়, বরং সাংবাদিকতা ও মানবাধিকার রক্ষার সঙ্গেও তা গভীরভাবে জড়িত – এই বার্তা নিয়েই বুধবার ঢাকার লালমাটিয়ায় অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী একটি প্রশিক্ষণ কর্মশালা।

এনজিও ফোরাম ফর পাবলিক হেলথ মিলনায়তনে অনুষ্ঠিত এই কর্মশালার আয়োজন করে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান ‘ভয়েস’। এতে সংবাদপত্র, টেলিভিশন ও অনলাইন সংবাদমাধ্যমে কর্মরত তরুণ সাংবাদিক এবং বিভিন্ন মানবাধিকার সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

ভয়েস-এর নির্বাহী পরিচালক আহমেদ স্বপন মাহমুদ বলেন, ডিজিটাল পরিসরে যেভাবে রাষ্ট্র, কর্পোরেট সংস্থা ও ব্যক্তিপর্যায়ের নজরদারি, হয়রানি ও নিপীড়নের মাত্রা বাড়ছে, তাতে নিজেদের সুরক্ষায় ডিজিটাল নিরাপত্তা নিয়ে নতুন করে ভাবার সময় এসেছে।

তিনি আরও বলেন, একজন সচেতন ডিজিটাল নাগরিক হিসেবে গড়ে ওঠার জন্য ডিজিটাল সাক্ষরতা বাড়ানো এখন জরুরি। কর্মশালায় ভয়েস-এর উপপরিচালক মুশাররাত মাহেরা অংশগ্রহণকারীদের জন্য একটি ডিজিটাল সুরক্ষা কৌশলপত্র উপস্থাপন করেন।

তিনি জানান, পেশাগত যোগাযোগ সুরক্ষিত মাধ্যমে সম্পন্ন করলে ডিজিটাল হুমকি ও হয়রানি থেকে অনেকাংশে নিরাপদ থাকা সম্ভব, যা বিশেষত নারী সাংবাদিক ও অধিকারকর্মীদের জন্য গুরুত্বপূর্ণ।

কর্মশালাটি সঞ্চালনা করেন ডিজিটাল নিরাপত্তা ও সুরক্ষা বিশেষজ্ঞ আশরাফুল হক এবং সাদমান আহমেদ। অংশগ্রহণকারীরা এই আয়োজনকে সময়োপযোগী ও অত্যন্ত প্রয়োজনীয় হিসেবে অভিহিত করেছেন।