পবিত্র হজের আনুষ্ঠানিকতা শেষ হওয়ার পরপরই মক্কার বিভিন্ন দোকানে ভিড় করছেন বিশ্বের নানা দেশ থেকে আগত হাজিরা। পরিবারের সদস্য, আত্মীয়-স্বজন ও বন্ধুদের জন্য উপহার কেনার পাশাপাশি হজের স্মারক সংগ্রহেও ব্যস্ত হয়ে উঠেছেন তারা।
আরব নিউজের প্রতিবেদন অনুযায়ী, কাবা শরিফের আশপাশে অবস্থিত দোকানগুলোতে হাজিদের উপস্থিতি চোখে পড়ার মতো। সেখানে তারা সবচেয়ে বেশি কিনছেন জমজমের পানি, জায়নামাজ এবং পবিত্র কোরআন শরিফ। এছাড়া জনপ্রিয় আইটেম হিসেবে রয়েছে সুগন্ধি ও বিভিন্ন প্রজাতির খেজুর, যার মধ্যে আজওয়া খেজুরের চাহিদা সবচেয়ে বেশি।
প্রতিবছর হজ শেষে মক্কা ও মদিনার বাজারগুলোতে কেনাকাটার ধুম পড়ে যায়। হাজিদের পছন্দের পণ্য বিবেচনায় দোকানিরা আগেভাগেই সেইসব পণ্যের মজুদ রাখেন। ফলে বৈচিত্র্যময় এবং ঐতিহ্যবাহী নানা উপহারসামগ্রী সহজেই পেয়ে যাচ্ছেন ক্রেতারা।
মক্কায় হাজিদের কেনাকাটার জন্য রয়েছে আধুনিক শপিং মল, ঐতিহ্যবাহী আজিজিয়া মার্কেট, হিজাজ মার্কেট এবং মসজিদে নববীর পাশে অবস্থিত বিভিন্ন বাজার। এসব স্থানেই জমজমাট কেনাকাটায় মেতে উঠেছেন সদ্য হজ পালন করে ফেরা মুসল্লিরা।