আজকের দিনটি ঢাকার বাতাস ‘সংবেদনশীল গোষ্ঠী’র জন্য অস্বাস্থ্যকর বলে জানিয়েছে সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান নির্ধারণ সংস্থা আইকিউএয়ার। মঙ্গলবার সকাল ৬টায় প্রকাশিত তথ্যে দেখা গেছে, ঢাকার এয়ার কোয়ালিটি ইনডেক্স (AQI) স্কোর দাঁড়িয়েছে ১৪৩।
এই স্কোর অনুযায়ী, শিশু, বৃদ্ধ এবং শ্বাসকষ্টে ভোগা মানুষদের জন্য ঢাকার বর্তমান বাতাসের মান ক্ষতিকর। আইকিউএয়ারের তালিকায় আজ ঢাকার অবস্থান দূষিত বাতাসের শহরগুলোর মধ্যে পঞ্চম। তালিকার শীর্ষে রয়েছে ভারতের রাজধানী দিল্লি, যার স্কোর ১৭৬। দ্বিতীয় অবস্থানে রয়েছে নেদারল্যান্ডসের আমস্টারডাম (স্কোর ১৫৮), তৃতীয় স্থানে ভারতের কলকাতা (১৫৩) এবং চতুর্থ স্থানে রয়েছে চিলির সান্টিয়াগো (১৫১)।
আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, ১০১ থেকে ১৫০ স্কোরকে সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর ধরা হয়। ১৫১ থেকে ২০০ স্কোর হলে তা সাধারণ জনগণের জন্যও অস্বাস্থ্যকর হয়ে ওঠে। ২০১ থেকে ৩০০ স্কোরে বাতাস খুবই অস্বাস্থ্যকর এবং ৩০১-এর বেশি হলে তা সরাসরি বিপর্যয়কর বলে বিবেচিত হয়।
বিশেষজ্ঞরা পরামর্শ দিচ্ছেন, এমন পরিস্থিতিতে সংবেদনশীল ব্যক্তিদের মাস্ক ব্যবহার, ঘরের বাইরে সময় কমানো এবং প্রয়োজন ছাড়া ঘরের বাইরে না যাওয়ার মতো সতর্কতা মেনে চলা উচিত।