রাজধানী ঢাকাসহ আশপাশের অঞ্চলে আজ সকাল থেকেই মেঘলা আকাশ দেখা গেলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বাতাসে আর্দ্রতা বেশি থাকায় গরমের অস্বস্তি কমছে না।
বৃহস্পতিবার (১২ জুন) সকালে প্রকাশিত ৬ ঘণ্টার বিশেষ পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ আংশিক থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস বইবে। আজকের দিনে তাপমাত্রা সামান্য কমতে পারে, তবে ভ্যাপসা গরম অনুভূত হতে পারে।
সকালে ঢাকায় রেকর্ড করা হয় ২৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং বাতাসে আর্দ্রতা ছিল ৮৭ শতাংশ। গত ২৪ ঘণ্টায় কোনো বৃষ্টিপাত না হওয়ায় গরম উপশমে তেমন স্বস্তি মিলছে না। সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ২৭ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস, আর গতকাল সর্বোচ্চ ছিল ৩৫ দশমিক ৬ ডিগ্রি।
দেশজুড়ে বর্ষা মৌসুমের প্রস্তুতি থাকলেও মৌসুমি বায়ু এখনো পুরোপুরি সক্রিয় হয়নি। দক্ষিণাঞ্চলের কিছু এলাকায় মৌসুমি বায়ুর আংশিক প্রভাব থাকলেও ঢাকায় সেটির উপস্থিতি এখনো অনুপস্থিত।
তবে সারাদেশের জন্য আবহাওয়া অফিস জানিয়েছে, বরিশাল, চট্টগ্রাম ও সিলেটের কিছু অংশে এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা ও খুলনার দু–এক জায়গায় দমকা হাওয়ার সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণও হতে পারে।
এদিকে টাঙ্গাইল, ময়মনসিংহ, মৌলভীবাজার, ফেনী, ব্রাহ্মণবাড়িয়া, বাগেরহাট, যশোর, কুষ্টিয়া ও চুয়াডাঙ্গা জেলার ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু তাপপ্রবাহ কিছু এলাকায় প্রশমিত হতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে। দিন ও রাতের তাপমাত্রা সারাদেশেই কিছুটা কমতে পারে।