সোমবার
৪ঠা আগস্ট, ২০২৫
২০শে শ্রাবণ, ১৪৩২

আমরা জনতার পক্ষে সত্য বলি

স্টারমারের সাক্ষাৎ অনুরোধে সাড়া পেলেন না ইউনূস

Fresh News রিপোর্ট
জুন ১২, ২০২৫
১০:৫৫ পূর্বাহ্ণ

শেখ হাসিনার শাসনামলে বিদেশে পাচার হওয়া কয়েক বিলিয়ন ডলার উদ্ধারে লন্ডন সফরে থাকা বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সাক্ষাৎ অনুরোধে সাড়া দেননি যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার।

ফিন্যান্সিয়াল টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে ড. ইউনূস বলেন, শেখ হাসিনার সরকারের আমলে চুরি হওয়া এই অর্থ খুঁজে পেতে যুক্তরাজ্য সরকারের নৈতিক দায়িত্ব রয়েছে। তিনি জানান, পাচার হওয়া অর্থের একটি বড় অংশ যুক্তরাজ্যে রয়েছে বলে অভিযোগ রয়েছে, তাই সেখানে সহায়তা জরুরি।

ড. ইউনূস আরও বলেন, কিয়ার স্টারমারের সঙ্গে সরাসরি তার কথা হয়নি এবং এখন পর্যন্ত কোনো সাক্ষাৎ অনুষ্ঠিত হয়নি। যদিও তিনি আশা প্রকাশ করেন, যুক্তরাজ্য সরকার এই প্রচেষ্টায় সহায়তা করবে।

তবে ফিন্যান্সিয়াল টাইমস জানিয়েছে, ব্রিটিশ সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে যে স্টারমারের এমন কোনো সাক্ষাতের পরিকল্পনা নেই। তারা এ বিষয়ে বাড়তি মন্তব্য করতেও রাজি হয়নি।

ইতোমধ্যে শেখ হাসিনা ও আওয়ামী লীগ সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ লেবার পার্টির ওপর রাজনৈতিক চাপ তৈরি করেছে। এর প্রেক্ষিতে শেখ হাসিনার ভাগনি ও লেবার এমপি টিউলিপ সিদ্দিক ‘সিটি মিনিস্টার’ পদ থেকে সরে দাঁড়াতে বাধ্য হন।

টিউলিপ সিদ্দিক সম্প্রতি ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করতে চেয়ে চিঠি পাঠালেও ইউনূস তাতে রাজি হননি। তিনি বলেন, এটি একটি আইনি বিষয় এবং প্রক্রিয়ার মধ্যেই রয়েছে, তাই ব্যক্তিগতভাবে যুক্ত হওয়া তার পক্ষে সম্ভব নয়।

ড. ইউনূস অভিযোগ করেন, শেখ হাসিনার ১৬ বছরের শাসনে রাষ্ট্রক্ষমতা ব্যক্তি ও পরিবারের অর্থ উপার্জনের উৎসে পরিণত হয়েছিল। তিনি দাবি করেন, ওই সময়ে প্রায় ২৩৪ বিলিয়ন ডলার বিদেশে পাচার হয়েছে, যার বড় অংশ যুক্তরাজ্য, কানাডা, সিঙ্গাপুর, ক্যারিবিয়ান অঞ্চল ও মধ্যপ্রাচ্যে গেছে।

তিনি জানান, যুক্তরাজ্যে তার সফরের লক্ষ্য শুধু শুরু, ভবিষ্যতে অন্যান্য দেশেও একই উদ্দেশ্যে সফরের পরিকল্পনা রয়েছে। তিনি ব্রিটিশ ব্যবসায়ী মহল, আর্থিক প্রতিষ্ঠান, পুলিশ ও গোয়েন্দা সংস্থার সহায়তা প্রত্যাশা করছেন এবং বলেন—গ্রেট ব্রিটেনের জনগণের সহায়তা আমাদের প্রয়োজন।