আগামী নির্বাচনে বিএনপিকে বিজয়ী করতে হলে সবাইকে বিভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে – রাজবাড়ীতে অনুষ্ঠিত এক যৌথ সভায় এমন আহ্বান জানিয়েছেন দলের একজন সাবেক সংসদ সদস্য। শনিবার রাতে শহরের নান্নু টাওয়ারে রাজবাড়ী কনভেনশন সেন্টারে আয়োজিত এই সভায় তিনি প্রধান অতিথির বক্তব্য দেন।
তিনি বলেন, দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি জটিল। কখন নির্বাচন হবে তা নিয়ে মানুষের মধ্যে উদ্বেগ-উৎকণ্ঠা আছে। তবে লন্ডনে তারেক রহমান ও সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মধ্যে একটি বৈঠক হয়েছে। বৈঠকের পর সম্ভাব্য সময় হিসেবে আগামী বছরের ফেব্রুয়ারির ১২ বা ১৪ তারিখে নির্বাচন অনুষ্ঠিত হতে পারে বলে জানা যাচ্ছে।
তিনি আরও জানান, আগে ইউনূস সাহেব নির্বাচন নিয়ে এপ্রিল মাসের কথা বলেছিলেন। তবে রমজান মাস থাকায় সে সময় নির্বাচন অনুপযুক্ত বলে দলের পক্ষ থেকে মত দেওয়া হয়। সব আলোচনার পরিপ্রেক্ষিতে এখন ধরে নেওয়া যাচ্ছে, নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে।
নেতা বলেন, এখন থেকে নির্বাচনের দিন পর্যন্ত প্রতিটি মুহূর্ত গুরুত্বপূর্ণ। সংগঠন গোছানো, প্রস্তুতি নেওয়া ও পরিকল্পনা বাস্তবায়নে আর দেরি করার সময় নেই। এখন থেকে কাজ শুরু না করলে নির্বাচনের মূল সময় যখন আসবে, তখন তা আর সম্ভব হবে না। তিনি সদর ও গোয়ালন্দ উপজেলার ইউনিয়নভিত্তিক নেতাদের সঙ্গে ধারাবাহিকভাবে বসার পরিকল্পনার কথাও জানান।
সভায় সভাপতিত্ব করেন রাজবাড়ী পৌর বিএনপির সাবেক আহ্বায়ক অধ্যক্ষ মঞ্জুরুল আলম দুলাল এবং সঞ্চালনা করেন পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোবায়দুল ইসলাম মিরাজ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক আহ্বায়ক নঈম আনসারী, বর্তমান কমিটির যুগ্ম আহ্বায়ক গাজী আহসান হাবীব, আকমল হোসেন এবং জেলা বিএনপির সদস্য এ মজিদ বিশ্বাস।
সভায় জেলা ও পৌর বিএনপির নেতা-কর্মীরা ছাড়াও পৌরসভার ৯টি ওয়ার্ডের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।