সোমবার
৪ঠা আগস্ট, ২০২৫
২০শে শ্রাবণ, ১৪৩২

আমরা জনতার পক্ষে সত্য বলি

হজ শেষে ফিরতি ফ্লাইটে দেশে ফিরেছেন ২০ হাজার ৫০০ হাজি

Fresh News রিপোর্ট
জুন ১৫, ২০২৫
৯:২৯ পূর্বাহ্ণ

সৌদি আরবে পবিত্র হজ পালন শেষে শুক্রবার রাত পর্যন্ত ২০ হাজার ৫০০ জন বাংলাদেশি হাজি ফিরতি ফ্লাইটে দেশে ফিরেছেন। ধর্ম মন্ত্রণালয়ের সর্বশেষ বুলেটিন অনুযায়ী, এর মধ্যে ২ হাজার ৯২৪ জন সরকারি এবং ১৭ হাজার ৫৭৬ জন বেসরকারি ব্যবস্থাপনায় ফিরেছেন।

ফিরতি ফ্লাইটগুলোর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে ফিরেছেন ৬ হাজার ২২৭ জন, সাউদিয়া এয়ারলাইন্সে ৭ হাজার ৮৭৩ জন এবং ফ্লাইনাসে ৬ হাজার ৪২০ জন। এ পর্যন্ত ৫২টি ফ্লাইট পরিচালিত হয়েছে, যার মধ্যে বিমান বাংলাদেশের ১৬টি, সাউদিয়ার ২০টি এবং ফ্লাইনাসের ১৬টি।

হজ চলাকালে সৌদি সরকার বাংলাদেশি হাজিদের জন্য স্বাস্থ্যসেবা ও আইটি সহায়তায় উল্লেখযোগ্য ভূমিকা রেখেছে। মেডিকেল সেন্টারগুলো ৫৪ হাজার ২২৭টি প্রেসক্রিপশন ইস্যু করেছে এবং আইটি হেল্পডেস্কগুলো ২১ হাজার ৯১০টি সেবা প্রদান করেছে।

চলতি হজ মৌসুমে এখন পর্যন্ত ২৯ জন বাংলাদেশি হাজি সৌদি আরবে মৃত্যুবরণ করেছেন। মৃতদের মধ্যে ২৫ জন পুরুষ এবং ৪ জন নারী। মক্কায় মারা গেছেন ১৯ জন, মদিনায় ৯ জন এবং আরাফায় ১ জন।

সৌদি আরবের সরকারি হাসপাতালগুলো ২৪০ জন বাংলাদেশিকে চিকিৎসাসেবা দিয়েছে, যাদের মধ্যে এখনও ১৯ জন চিকিৎসাধীন রয়েছেন।

এ বছর বাংলাদেশ থেকে মোট ৮৫ হাজার ৩০২ জন হজ পালনের জন্য সৌদি আরবে গেছেন। গত ২৯ এপ্রিল শুরু হওয়া হজ কার্যক্রম শেষ হয় ৩১ মে। দেশে ফেরার প্রক্রিয়া শুরু হয়েছে ১০ জুন থেকে এবং তা চলবে ১০ জুলাই পর্যন্ত।

হজ ব্যবস্থাপনায় ধর্ম মন্ত্রণালয় ২০২৫ সালের জন্য ইতোমধ্যে ৭০টি হজ এজেন্সিকে অনুমোদন দিয়েছে। হজ ব্যবস্থাপনা অফিস জানিয়েছে, হাজিদের নিরাপদ ও সম্মানজনক প্রত্যাবর্তন নিশ্চিতে তারা নিবিড়ভাবে নজর রাখছে।